জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

খাঁচা ঘিরে দুশ্চিন্তা

এনএফবি, জলপাইগুড়িঃ

ভাল্লুক এসে থাকলেও হয়তো ফিরে গেছে বনে, তবে ভাল্লুক ধরার খাঁচা অযত্নে পড়ে থেকে সমস্যা বাড়িয়েছে তিস্তা পাড়ের আম জনতার।

গত ফেব্রুয়ারি মাস ভাল্লুক আতঙ্ক সৃষ্টি হয়েছিলো জলপাইগুড়িতে, আর সেই ভাল্লুক কে বন্দি করতে বন বিভাগ তিস্তা পাড়ের সুকান্ত নগরে বসিয়েছিল খাঁচা।
দীর্ঘ সময় পার হয়ে গেলেও সেই খাঁচায় বন্দি হয়নি ভাল্লুক বা অন্য কোনো বন্যপ্রাণী। বর্তমানে লোহার তৈরি সেই খাঁচা কে ঘিরেই দুশ্চিন্তা এলাকাবাসীদের।
এই প্রসঙ্গে গৌতম মজুমদার জানান, “শহর সহ এই এলাকার বর্তমান পরিস্থিতি ভালো নয়, দিনে দুপুরে চুরি,ছিনতাই, মার্ডার, হচ্ছে, তাই আমরা চাই এই সরকারি সম্পত্তি নিয়ে যাক বন বিভাগ, কারণ এটি নষ্ট বা চুরি হলে আমাদের এলাকার মানুষের বদনাম হবে।”