এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরের নয়াচরের মৎস্যচাষীরা স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালো জেলা শাসকের কাছে। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াস ও আম্ফানে ভেড়ি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। তার উপর পুলিশ প্রশাসনের বাড়বাড়ন্তর অভিযোগ। এতে ধরাশায়ী চাষিরা। মহাজন থেকে লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে পরিশোধ করতে পারেনি। ঋণের বোঝা, তার উপর যন্ত্রচালিত মেশিন দ্বারা ভেড়ি খনন করতে গেলে পুলিশ প্রশাসনের বাধা ও বাড়বাড়ন্তের ফলে মাছ চাষ বন্ধ হয়ে গেছে। দিশেহারা হয়ে যাচ্ছে চাষিরা, রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। সংসার চালাতে তারা কার্যত হিমশিমের মুখে। নয়াচরে মাছ ছাড়া অন্য কোন উপায় নেই বাঁচবার। কোন কিছুরই উপায়ন্তর না পেয়ে আত্মহত্যা করবার আগে জেলা শাসকের কাছে দেখা করলেন চাষিরা। তারা লিখিতভাবে জেলাশাসককে জানান, হয় তাদের দ্রুত মাছ চাষের জন্য সহযোগিতা করুক অন্যথায় তাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিক। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।