জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

স্পোটিং রাইটস ফেরত পেতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল কর্তারা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবার শ্ৰীসিমেন্টস কর্তাদের থেকে নিজেদের স্পোর্টিং রাইটস ফেরত পেতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন লাল হলুদ কর্তারা। এদিন ক্লাবে বৈঠক করেন লাল হলুদ কর্তারা ।

এদিন isl দলের খারাপ পারফরমেন্স ও ইনভেস্টর নিয়ে বৈঠক হয়। বসুন্ধরার আগমন প্রায় পাকা। কিন্তু বেঁকে বসেছে বাঙ্গুর গোষ্ঠী। তারা স্পোর্টিং রাইটস ফেরত দিতে গড়িমসি করছে। লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার সাংবাদিকদের জানালেন, ‘মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে প্রথম থেকে ছিলেন। উনি এখনও আমাদের পাশেই রয়েছেন। উনার হস্তক্ষেপে আমরা isl খেলি। উনাকে আমরা অনুরোধ করে চিঠি দেব যাতে আমরা দ্রুত স্পোর্টিং রাইটস হাতে পাই সেই বিষয়ে উনি ব্যবস্থা নিলে ভালো হয়।’

এদিকে দুই দিন আগে মহামেডান ও শ্রী সিমেন্টস কর্তারা। আগামী শনিবারও একটা বৈঠক আছে। যদি মহামেডানে ইনভেস্টর হিসেবে আসে বাঙ্গুর গোষ্ঠী তাহলে খুব সহজেই লাল হলুদ কর্তারা স্পোর্টিং রাইটস ফেরত পেয়ে যাবেন।

বর্তমানে ইস্টবেঙ্গলের নামে ক্লাব লাইসেন্স নেই। তাই এই পরিস্থিতিতে শ্রী সিমেন্ট চলে গেলে নতুন বিনিয়োগকারী সংস্থার সঙ্গে মিলিত হয়ে ফের isl এ খেলার লাইসেন্স এবং নাম নথিভুক্তকরণের জন্য সরকারিভাবে আবেদন করতে হবে ইস্টবেঙ্গল’কে। তা না হলে বিপুল অঙ্কের টাকা দিয়ে নিজেদের নামে isl খেলার ছাড়পত্র নিতে হবে লাল-হলুদ দলটিকে।অন্যদিকে islর ফ্রাঞ্চাইজি ফী এবং ব্যাঙ্ক গ্যারান্টি দিয়েছে ইস্টবেঙ্গল। এটা ফেরাতে হলে ফের টাকা দিতে হবে নতুন বিনিয়োগকারী সংস্থাটিকেই। এদিকে যেহেতু লাইসেন্স, ফ্রাঞ্চাইজি ফী এবং ব্যাঙ্ক গ্যারান্টি শ্রী সিমেন্টের অধীনে রয়েছে সেহেতু তারা চাইলেই নতুন কোনও দলকে আইএসএলে খেলার সুযোগ করে দিতে পারবে। তবে এখানেই শেষ নয়, ট্র্যান্সফার ব্যান চোখ রাঙাচ্ছে দুই পক্ষকেই । প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লাল হলুদ ক্লাবে আসে বাঙ্গুর গোষ্ঠী। এখন দেখার স্পোর্টিং রাইটস ফেরত পেতে মুখ্যমন্ত্রী শতবর্ষর ক্লাবকে কোনো সুবিধা করে দেন নাকি!

মোট সাতজন বাঙালি ফুটবলারের সই ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ঘরোয়া লিগ, ডুরান্ড,আইএফ এ শিল্ড খেলার জন্য সল্টলেকে ক্যাম্প করেছে ক্লাব। যেখানে শুধু বাঙালি ফুটবলাররাই আছেন। ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিকাশ পাজিরা সেখান থেকে ফুটবলার বেছে নেবেন।