জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের দল ঘোষণা আর্জেন্টিনার, নেই মেসি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আসন্ন বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে দল ঘোষণা করল আর্জেন্টিনা। সব জল্পনার অবসান ঘটিয়ে ২৭ জন সদস্যের দলে রাখা হয়নি অধিনায়ক লিওনেল মেসিকে। চলতি মাসের শেষে ও ফেব্রুয়ারির শুরুতে চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
মুলত বিশ্বজুড়ে করোনার প্রভাব যেভাবে বেড়েই চলেছে তাতে ইউরোপের ক্লাবগুলি তাদের বিধিনিষেধে অনেক পরিবর্তন এনেছে। অপরদিকে আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে ফেলেছে। তাই আসন্ন দুই ম্যাচে অবশ্য মেসিকে খুব বেশি প্রয়োজনও পড়বে না আর্জেন্টিনার কোচের। বরং দলের অন্য খেলোয়াড়দের দেখে নেওয়ার সুযোগ পাবেন তিনি। পাশাপাশি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সদ্য করোনাজয়ী মেসিকে দলে রাখতে চাননি কোচ। এই মুহূর্তে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে আর্জেন্টিনা। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে ব্রাজিল।

আরও পড়ুনঃ ওয়েস্ট ইন্ডিজের সব ম্যাচ পেল ইডেন
তবে লিও না থাকলেও দলে জায়গা করে নিয়েছেন তাঁর দুই পিএসজি সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেডেস। মেসির অনুপস্থিতিতে ডি মারিয়ার কাঁধেই থাকবে অধিনায়কের দায়িত্ব। তাঁর নেতৃত্বেই আগামী ২৮ জানুয়ারি চিলির ঘরের মাঠে নামবে নীল-সাদা ব্রিগেড এবং ২ ফেব্রুয়ারি নিজেদের মাঠে মুখোমুখি হবে কলম্বিয়ার। সম্ভবত কাতার বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে। কোপা আমেরিকা ট্রফি দেশ কে জেতালেও ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে গিয়ে জার্মানি ও গত রাশিয়া বিশ্বকাপে শেষ আটে হারে নীল সাদা ব্রিগেড। এবারে শেষবার কাতারে চোখ মেসিরে দিকেই।


২৭ সদস্যের আর্জেন্টাইন দলঃ
গোলরক্ষকঃ ফ্রাঙ্কো আরমানি, এস্টেবান আন্দ্রাদা, এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো।
ডিফেন্ডারঃ নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, জার্মান পেৎজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনিয়া।
মিডফিল্ডারঃ নিকোলাস গঞ্জালেস, লুকাস অক্যাম্পোস, লিয়ান্দ্রো পারেডেস, গিদো রড্রিগেজ, রড্রিগো ডি পল, জিওভানি লো চেলসো, আলেহান্দ্রো পাপু গোমেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এমিলিয়ানো বুয়েন্দিয়া।
ফরোয়ার্ডঃ অ্যাঙ্গেল ডি মারিয়া, অ্যাঙ্গেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো ডিবালা।

আরও পড়ুনঃ মরশুমের প্রথম জয় পেলো এসসি ইস্টবেঙ্গল