জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

মেসিহীন আর্জেন্টিনা পেল জয়, ড্র ব্রাজিলের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে আজ (শুক্রবার) ঘরের মাঠে আজেন্টিনার মুখোমুখি হয়েছিল চিলি। এইদিন লিওনেল মেসি’কে ছাড়াই আর্জেন্টিনা ২-১ ব্যবধানে চিলির বিরুদ্ধে জয় তুলে নেয়। এই জয়ের ফলে টানা ২৮ টি ম্যাচে অপরাজিত রইল লিওনেল স্কালোনির দল।
এই ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। ফলে ম্যাচের অষ্টম মিনিটেই এক গোলে এগিয়ে যায় স্কালোনির দল। প্রতিপক্ষের পেনাল্টি বক্সের সামনে থেকে বাঁ পায়ে দুরন্ত বাঁক খাওয়ানো শটে গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এরপর ম্যাচের ২০ মিনিটের মাথায় গোল শোধ করে দেয় চিলি। মাঠের ডান দিক থেকে মার্সেলিনো মুনেজের বাড়ানো বলে, হেড দিয়ে গোলটি করেন বেন ব্রেরেটন দিয়াজ। এই গোলের সুবাদে ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-১। এরপর ম্যাচের ৩৩ মিনিট নাগাদ ফের এক গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। চিলির পেনাল্টি বক্সের সামনে থেকে ডান পায়ে জোরালো শট মারেন রড্রিগো ডি পল, গোলরক্ষক ব্রাভোর হাতে লেগে ফিরে আসা বলে শট মেরে গোলটি করেন লাওতারো মার্টিনেজ। ম্যাচের এই তৃতীয় গোলের সুবাদে ২-১ এর ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যান ডি মারিয়া’রা।
দ্বিতীয়ার্ধে ফিরে এসে ম্যাচে ছন্দ ফিরাতে পারেনি চিলি। এই সুযোগ নিয়ে আরও কিছুটা সক্রিয় হয়ে ওঠে আর্জেন্টিনা। তবে এই দিন ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ করেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি তারা। ফলে চিলির বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ের ফলে লাতিন আমেরিকার গ্রুপের দ্বিতীয় স্থানে উঠল তারা। ১৪ ম্যাচে আর্জেন্টিনার সংগ্রহ ৩২ পয়েন্ট।
ব্রাজিলের মুখোমুখি হয়েছিল ইকুয়েডর। রোমাঞ্চকর এই ম্যাচে হয় ৩২ টি ফাউল, দু’টি লাল কার্ড। সবমিলিয়ে অনেক বিতর্কের এই ম্যাচে, শেষ ভাগে গোল হজম করে পয়েন্ট খোয়ায় ব্রাজিল। ম্যাচের ফলাফল হয় ১-১।
এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা গ্রুপের শীর্ষে রইল ব্রাজিল। অন্যদিকে, এই জয় নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকার দলগুলির মধ্যে সর্বোচ্চ ৩১ টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করল ব্রাজিল। এর আগে ১৯৫৪ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সময়ে এই রেকর্ডটি গড়েছিল পাঁচবারের বিশ্বকাপ জয়ীরাই।
তবে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই বিশ্বকাপে যাওয়ায় খুশির খবর ফুটবল প্রেমী দের।