জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

খারাপ সময়ে স্পেনে গিয়েই কাটবে মনে করছেন অরিন্দম

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

২০২০-২১ এটিকে মোহনবাগান আইএসএল মরশুমে গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার অরিন্দম ভট্টাচার্যর গত মরশুম এসসি ইস্ট বেঙ্গল একদমই ভাল যায়নি। ১১টি ম্যাচে তিনি ২৯টি সেভ করলেও ১৯টি গোল খেয়েছেন। সে বার প্রথম কলকাতা ডার্বিতে পায়ে চোট লাগায় চারটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। সেই সময়ে শুভম সেন, শঙ্কর রায়রা গোল সামলান। চোট সারিয়ে ফিরে আসার পরে তিনি ক্রমশ চেনা ছন্দে ফিরতে শুরু করলেও তা বজায় রাখতে পারেননি। হতাশ হয়ে দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তও নেন তিনি। এ বার আর ঝুঁকি নিতে চান না গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। স্পেনে যাচ্ছেন প্রস্তুতি নিতে। সেখানে তিনি মাস খানেক মারবেয়া এফসি ক্লাবের প্রথম দলের সঙ্গে অনুশীলন করে তার পরে দেশে ফিরবেন। স্পেনে অনুশীলন করতে যাওয়ার জন্য তিনি কোনও ক্লাব বা স্পনসরের আর্থিক পৃষ্ঠপোষকতা পাচ্ছেন না। পুরোপুরি ব্যক্তিগত উদ্যোগে স্পেনে যাচ্ছেন নিজেকে ফর্মে ফিরিয়ে আনার উদ্দেশ্যে।
অরিন্দম বলেন, “স্পেনের মারবেয়ায় যাচ্ছি ট্রেনিং নিতে ওখানকার ক্লাব মারবেয়া এফসি-তে। ওদের গোলকিপার কোচ যিনি আছেন, তাঁর সঙ্গে কথা হয়েছে আমার। উনি জানতে চেয়েছিলেন, কী ধরনের ট্রেনিং করি আমি। আমার ট্রেনিংয়ের কিছু ভিডিও ক্লিপিংস এবং যে সমস্ত বিদেশি কোচেদের সঙ্গে ট্রেনিং করেছি, তার কিছু ভিডিও ক্লিপিংসও পাঠিয়েছি। সেগুলো দেখার পরে উনি আমাকে জানিয়েছেন, ওদের দলের সঙ্গেই আমি ট্রেনিং করতে পারব। ভিসার জন্য আবেদন করেছি। ভিসা এসে গেলেই চলে যাব”।গত মরশুমটা খুব একটা ভাল যায়নি আমার। এ বার প্রস্তুতিটা খুব ভাল ভাবে নিতে হবে। কলকাতায় আমি আগে নিয়মিত অভিজিৎদার (মন্ডল) কাছে ট্রেনিং করি। যেহেতু এখন অভিজিৎদা অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৪ ভারতীয় দলের সঙ্গে রয়েছেন, তাই উনি ওদিকেই একটু বেশি ব্যস্ত থাকছেন। কিন্তু আমাকে তো পরের মরশুমের জন্য প্রস্তুত হতেই হবে। তাই ভাবলাম স্পেনেই যাই। যেহেতু আমি এখানে স্প্যানিশ কোচেদের অধীনে অনেক কাজ করেছি, তাই জানি ওরা কী রকম ট্রেনিং করান। তাই ওখানেই আমি ঠিকমতো প্রস্তুতিটা সারতে পারব বলেই মনে হয়”।যে ক্লাবে গিয়ে প্রস্তুতি সারবেন অরিন্দম, সেই মারবেয়া এফসি স্প্যানিশ লিগের পঞ্চম ডিভিশনের ক্লাব। ২০০১-০২ ও ২০১৩-১৪-য় এই ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে তারা। মারবেয়া এফসি-র এখনকার দলে দু’জন গোলকিপার রয়েছেন আলেহান্দ্রো স্যান্তোম, আলবার্তো লেজারাখা ও হোসে সেরানো। তাঁদের সঙ্গেই মাস খানেক অনুশীলন করবেন অরিন্দম।

আরও পড়ুনঃ নতুন রূপে ঢেলে সাজল কলকাতার প্রাচীন ডালহৌসি ক্লাব – NF Bangla Private Limited (newsfrontbangla.com)