অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
এই মরশুমের শেষ ম্যাচেও দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের অন্তিম খেলায় সচিন তেন্ডুলকারের ছেলে বাঁ হাতি জোরে বোলার অর্জুন তেন্ডুলকারকে দলে নেয়নি মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচের আগে সংবাদমাধ্যম সচিনের প্রাক্তন সতীর্থ মহমদ কাইফ বলেন, ‘যদি মুম্বই ইন্ডিয়ান্স মনে করত যে অর্জুন তেন্ডুলকর তৈরি আছেন, তাহলে ওকে এতদিনে খেলাত। আমার মতে, ওরা মনে হয়েছে যে নিজের খেলার উপর আরও বেশি কাজ করতে হবে ওকে।’এবার আইপিএলের প্রথম ১৩ ম্যাচে অর্জুন সুযোগ না পাওয়ার নেটিজেনদের একাংশ ক্ষোভপ্রকাশ করতে থাকেন। বিশেষত মুম্বই যখন ছিটকে গিয়েছে, তারপরও কেন সচিন-পুত্রকে খেলানো হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। শেষ ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখার পরামর্শ দেওয়া হচ্ছিল।