জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

অরুণ ঘোষ বিজয়ন মনোনীত পদ্মশ্ৰীর জন্য, মনোরঞ্জন ধ্যানচাঁদের জন্য

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বাংলার প্রাক্তন দুই তারকা ফুটবলার অরুন ঘোষ এবং আই এম বিজয়নের নাম ‘পদ্মশ্রী’ সম্মানের জন্য মনোনয়ন দিচ্ছে অল ইন্ডিয়া ফেডারেশন। মনোরঞ্জন ভট্টাচার্যের নাম ‘ধ্যানচাদ’ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। অরুণ ঘোষ, মনোরঞ্জন ভট্টাচাৰ্য, আইএম বিজয়ন তিন জনই ভারতীয় ফুটবলের স্তম্ভ। যদিও অরুণ ঘোষের শারীরিক অবস্থা অনেকদিন ধরেই ভালো নয় ‘অর্জুন’ পুরস্কারের জন্য জেজের নাম পাঠাচ্ছে ফেডারেশন। কল্যাণ চৌবে সভাপতি হয়েই ঘোষণা করেন যে বাংলা থেকে ফুটবলারদের নাম পদ্মশ্ৰী আর অর্জুনের জন্য মনোনীত করা হবে সেটাই হলো।

প্রথমে তুলসীরাম বলরামের নাম ভাবা হয়। কিন্তু বলরাম রাজি না থাকায় তার নাম নেই।

এদিকে এদিন কলকাতায় ফেডারেশন বৈঠকে ঠিক হয় আসন্ন এশিয়ান কাপে ভারতীয় দলকে যদি শেষ আটে নিয়ে যেতে না পারেন তাহলে কোচ ইগর স্টিমাচকে বিদায় জানবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কার্যত সময়সীমা বেঁধে দিল ফেডারেশন। সোমবার কলকাতা শহরে ফেডারেশনের দ্বিতীয় কার্যকরী বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সেই ইঙ্গিত দিয়েছেন ফেডারেশনের সচিব সাজি প্রভাকরন। এদিকে ফেডারেশন সচিব পদে সাজি প্রভাকরণের নিয়োগ পদ্ধতি নিয়ে লিখিত অভিযোগ করেছিলেন বাইচুং ভুটিয়া। সেই বিষয়ে এদিনের কার্যকরী কমিটির বৈঠকের বিষয় তালিকায় রাখা হয়নি।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাইচুং। এদিনের বৈঠকে ভারতীয় ফুটবলের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বয়স ভিত্তিক দল গুলির কোচ যাতে ভারতীয়রা দায়িত্ব পায় সেই বিষয়ে ফেডারেশন উদ্যোগী হয়েছে। আই লিগ থেকে ইন্ডিয়ান অ্যারোজ দলকে তুলে নেওয়া হল। ভবিষ্যতে আর আই লিগে ফেডারেশনের এই দলকে আর খেলতে দেখা যাবে না।

প্রসঙ্গত এআইএফএফ সভাপতি নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইচুং ভুটিয়াকে উড়িয়ে দিয়ে ভারতীয় ফুটবলের মসনদে বসেন কল্যাণ চৌবে। ৩৪টি ভোটের মধ্যে ৩৩ টি পান কল্যাণ। আর বাইচুং পান মাত্র একটি ভোট। এই জয়ের ফলে এআইএফএফের ইতিহাসে এই প্রথম কোনও ফুটবলার সভাপতি হন। তাও আবার ভোটে জিতে এসে। আর ফেডারেশন সভাপতি হয়েই তিনি যে ফুটবলের উন্নতিতে বদ্ধপরিকর সেটা কল্যাণ স্পষ্ট করে দেন। কিছুদিন আগেই ফিফা সভাপতি জিয়ানি ইনফানটিনোর সঙ্গে দেখা করে আসেন কল্যাণ।
আগামী ৩০ অক্টোবর মহিলাদের অনুর্ধ ১৭ বিশ্বকাপে ভারতে আসার কথা ফিফা সভাপতির।