সম্ভবত পুজোর সময় হানিমুন করতে যাবেন ক্লান্ত অরুণলাল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

মঙ্গলবারই বাংলার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অরুণলাল। আর এবার অরুণলাল তার পরিবার তথা নতুন স্ত্রী বুলবুলকে সময় দিতে চান। বাংলা কোচের পদ থেকে সরে যাওয়ার দিন তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন –
“আমি ক্লান্ত ছিলাম। গত ৯ মাস ধরে আমাকে সারাক্ষণ ক্রিকেট নিয়ে ভাবতে হয়েছে। একটি মুহূর্তও এমন হয়নি যে আমি খেলার বাইরে কিছু ভাবতে পারিনি। তাই এবার আমি নিজেকে কিছুটা সময় দিতে চাই। আমি আমার পরিবারকে সময় দিতে চাই। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।আমি আমার স্ত্রীকে নিয়ে তুরস্কে বেড়াতে যেতে চাই। বিয়ের পর থেকে আমি কোথাও বেড়াতে যাইনি। আমি নিজেকে এবং আমার স্ত্রীকে কিছুটা সময় দিতে চাই। এছাড়া খুব শিগগিরই দার্জিলিং, কালিম্পং যাচ্ছি। বুলবুল একটি স্কুল শিক্ষক, তার স্কুল ছুটি হলেই আমরা বাইরে যাব।”
শোনা যাচ্ছে সম্ভবত পুজোর সময়েই অরুণলাল তার স্ত্রীকে নিয়ে যাবেন তুরস্কতে। চলতি বছর ৬৬ বছরের অরুণ বিয়ে করেন ৩৭ বছরের স্কুল শিক্ষিকা বুলবুল সাহার সঙ্গে।
অরুণের থেকে ২৯ বছরের ছোট বুলবুলের পরিচয় কীভাবে হল সেই নিয়ে কৌতূহল তৈরি হয় তাঁদের মধ্যে, পরিচয় অবশ্য তিনবছরের বেশি। বুলবুল শিয়ালদহের লোরেটো ডে স্কুলের ইতিহাসের শিক্ষিকাও।

অরুণের প্রথম স্ত্রী রীনা লাল খুবই অসুস্থ, কথা বলার শক্তি পর্যন্ত নেই। বলা হচ্ছে, রীনা লালের অনুমতিতেই দ্বিতীয় বিয়ে করছেন অরুণ।
এরপরের পরিকল্পনা কী! বাংলার লালজি জানালেন,”এখনই কী করবো বলতে পারছি না। তবে ইচ্ছে আছে মেন্টরশিপ করার। বাংলা হোক বা অন্য কোন দল যদি মেন্টর হিসেবে আমাকে নিতে চায়, ভেবে দেখব। অথবা কমেন্ট্রি বক্সেও ফিরতে পারি।
বাংলা ক্রিকেটের ভবিষ্যত নিয়ে তিনি জানিয়েছেন, আমার কোচের দায়িত্ব ছাড়ার সঙ্গে বাংলা দলের পারফরম্যান্সের কোনও যোগ নেই। বাংলা দল দুর্দান্ত পারফর্ম করেছে গত কয়েক বছরে। আমি নিশ্চিত আগামী ২-৩ বছরের মধ্যেই বাংলা দল রঞ্জি জিতবে। যে দুটো দল এবার ফাইনালে খেলেছে, মুম্বই ও মধ্যপ্রদেশ তারা আগের বছর সেমিফাইনালেই উঠতে পারেনি। গত বছর যারা চ্যাম্পিয়ন হয়েছিল সেই সৌরাষ্ট্র এবার সেমিতে জায়গা করতে পারেনি। বাংলা ক্রিকেট দল সেখানে অন্যান্য দলের তুলনায় অনেক বেশি ধারাবাহিক।
বাংলার পরের কোচ হিসেবে উঠে আসছে লক্ষীরতন শুক্লা আর ওয়াসিম জাফরের নাম।