জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নির্বাসনে আশুতোষ

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

খারাপ খবর ফুটবলের জন্য।ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় জাতীয় মাদক বিরোধী সংস্থা (নাডা) দুই বছরের জন্য নির্বাসিত করেল এটিকে মোহনবাগানের ফুটবলার আশুতোষ মেহতাকে। ভারতীয় ফুটবলে অতি পরিচিত নাম আশুতোষ। আই লিগ, আইএসএলে দীর্ঘ সময় খেলেছেন। ইগর স্টিমাচের কোচিংয়ে গতবছর জাতীয় দলেও সুযোগ পান। তবে ভারতের হয়ে শুধুমাত্র ওমানের বিরুদ্ধে একটাই ম্যাচ খেলেন। এটিকে মোহনবাগানের হয়ে আইএসএল খেলার পাশাপাশি মোহনবাগানের হয়ে আই লিগও খেলেন। এছাড়া পুনে সিটি এফসি, মুম্বই সিটি এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেএডে খেলেছেন। ২০১৭ সালে আইজলের হয়ে আইলিগও জেতেন আশুতোষ। গত ১৪ সেপ্টেম্বরের একটি নির্দেশিকায় অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের তরফে এই নির্বাসনের কথা জানানো হয়েছে। শোনা যাচ্ছে মূত্রের নমুনায়, মরফিন পাওয়া গিয়েছে।

ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির তরফে ১৬ পাতার নির্দেশিকায় বলা হয়েছে, গত বছর ৮ ফেব্রুয়ারি আইএসএলে ম্যাচের আগে আশুতোষ মেহতার মূত্রের নমুনা নেওয়া হয়। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) নিয়ম মেনেই তাঁর মূত্রের নমুনা পরীক্ষা করা হয়। তাতে মরফিন (মাদক) মিলেছে। ওয়াডার নিষিদ্ধ দ্রব্যের তালিকায় রয়েছে মরফিন। মাদক নেওয়ার কারণেই তাঁকে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। এমনটাই উল্লেখ করা হয়েছে, নাডার নির্দেশিকায়।

নাডাকে আশুতোষ মেহতা এই কথা স্বীকার করেন। তবে নাডা জানায় সংশ্লিষ্ট আশুতোষ মেহতা ইচ্ছাকৃত মরফিন নেননি। এক সতীর্থ ফুটবলার তাঁকে আয়ুর্বেদিক ওষুধের কথা বলে, ওপিয়াম নামের একটি ওষুধ খেতে দিয়েছিলেন। সেটা থেকেই মরফিনের হদিশ মিলেছে। পরবর্তীতে আশুতোষ সেটি জানতে পারেন বলে, নাডার কাছে বলেছেন। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, তাঁর কাছে কিছু কল রেকর্ড, আছে। তবে শাস্তির কবল থেকে বাঁচতে পারলেন না এই মিডফিল্ডার। ক্লাব স্তরে, গত মরশুমে মোহনবাগানের হয়ে রাইট ব্যাক হিসেবে খেলেছিলেন ১৫টি ম্যাচে। মেহতা আইএসএল-এর উদ্বোধনী মরশুমে পুনে সিটি এফসি দলে ছিলেন।

আইজলের হয়ে ২০১৭ সালে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন। ক্লাব ফুটবলে ২০০৭ ম্যাচ খেলে ফেলেছেন। ২০২৪ সাল অবধি তার সঙ্গে চুক্তি আছে এটিকে মোহনবাগানের ফলে বেশ অসুবিধায় পড়ল দল। যদিও ক্লাবের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। এটিকে মোহনবাগান এখন আইএসএলের জন্য প্রস্তুত হচ্ছে।

কলকাতা লিগে সবুজ মেরুনকে রেখে সূচি তৈরী হলেও তাঁদের মাঠে নামা নিয়ে এখনও অনিশ্চিয়তার কালো মেঘ অব্যাহত। রবিবার নৈহাটিতে ইস্টবেঙ্গল-খিদিরপুর ম্যাচ দিয়ে শুরু হবে এই পর্বের খেলা। সেদিনই কল্যাণীতে নামবে মহমেডান স্পোর্টিং। প্রতিপক্ষ এরিয়ান। পরের দিন অর্থাৎ সোমবার কল্যাণীতে ভবানীপুরের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ।