জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

শ্রীলঙ্কার বিকল্প হিসেবে এশিয়া কাপ হতে পারে অন্যত্র

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সময় যত এগিয়ে আসছে ততই এশিয়া কাপ নিয়ে জটিলতা বাড়তে শুরু করেছে। সম্প্রতি শ্রীলঙ্কার অবস্থা আরও খারাপ পরিস্থিতির দিকে এগিয়েছে। আর তা দেখার পরই এবার এশিয়া কাপ অন্য জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা শুরু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু শোনা যাচ্ছে শ্রীলঙ্কার পরিবর্তে স্ট্যান্ডবাই হিসাবে নাকি বাংলাদেশকেই এশিয়া কাপ আয়োজনের জন্য বেছে নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তাদের প্রস্তুত থাকার কথাও নাকি বলা হয়েছে।

২০২২ এর গোড়া থেকেই আর্থিক মন্দায় জেরবার রয়েছে শ্রীলঙ্কা। দিন যত এগিয়েছে সেই সমস্যা গোটা শ্রীলঙ্কা জুড়ে ততই বিরাট আকার ধারণ করেছে। আর সম্প্রতি সেই ঘটনাতেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তাদের কপালে চিন্তার ভাঁজ গাঢ় হতে শুরু করেছে। এই মুহূর্তে আর্থিক মন্দার জেরে গোটা শ্রীলঙ্কা দেশটাই জেরবার হয়ে রয়েছে। খাদ্যদ্রব্য থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমস্তকিছুর দামই মাত্রা ছাড়িয়েছে। রাস্তায় নেমে পড়েছে শ্রীলঙ্কার সাধারণ নাগরিকরা।