জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

সন্দেশকে ছেড়েই দিলো এটিকে মোহনবাগান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

জল্পনার অবসান। যা ভাবা হয়েছিল ঠিক সেটাই হল এটিকে মোহনবাগান ছাড়লেন ভারতের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। এদিন এটিকে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া পেজে বিষয়টা জানিয়ে দেওয়া হল। কোচ জুয়ানের পছন্দর তালিকায় কখনও ছিলেন না সন্দেশ। প্রায়ই চোট নিয়ে ভোগেন। আর তাছাড়া এবার চারজন বিদেশি সেন্টার ব্যাক রয়েছে গঙ্গাপাড়ের ক্লাবের। কার্ল ম্যাকহিউয়ের সঙ্গে চোট পাওয়া তিরি যেমন রয়েছেন। তেমন নতুন সিজনের জন্য সই করানো হয়েছে ফ্লোরেন্তিন পোগবা, ব্রেন্ডন হ্যামিলকে। সেই কারণে সন্দেশ বিদায় নিশ্চিত ছিল। এর আগে রয় কৃষ্ণা,ডেভিড উইলিয়ামস,প্রবীর দাস দের ছেড়ে দিয়েছে ক্লাব।

২০২০ সালে ৫ বছরের চুক্তিতে রেকর্ড দরে বাগানে আসেন সন্দেশ। এরপরে গত বছর ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন ক্লাব এইচএনকে শিবেনিকে যোগ দিয়েছিলেন সন্দেশ। প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ক্রোয়েশিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ম্যাচে নামার আগেই কাফ মাসেলে চোট পান সন্দেশ। ফলে ক্রোয়েশিয়ার লিগে আর খেলা হয়নি তাঁর। ক্রোয়েশিয়ার লিগ থেকে ফিরে আইএসএলে তার পুরোনো দল এটিকে মোহনবাগানে ফের যোগ দেন সন্দেশ । তবে পুরনো চোট তাকে বারবার ভোগায়। এ এফসি কাপে সবুজ মেরুন জার্সিতে সেভাবে নামতে পারেননি। তাই তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। ইন্টার জোনাল সেমিফাইনাল এবার ঘরের মাঠে খেলবে সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচ ৭ সেপ্টেম্বর। তার আগে দলকে তৈরী করে নিচ্ছেন কোচ জুয়ান। ফিটনেসে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবার সন্দেশের গন্তব্য কোথায়! ইস্টবেঙ্গলের কথা প্রথমে শোনা গেলেও সেখানে না, সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিতেই সই করতে চলেছেন। সন্দেশ এমনটাই খবর। সন্দেশের পাশাপাশি অমরিন্দর সিং আর আশুতোষ মেহতাকেও ছেড়ে দিচ্ছে এটিকে মোহনবাগান। অমরিন্দরকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল। চেন্নাইয়িন এফসিতে যাওয়ার সম্ভাবনা আশুতোষ মেহতার ।