মাথাভাঙ্গায় মুদি দোকানে খালি বস্তা কিনতে এসে টাকা ছিনতাইয়ের চেষ্টা, চাঞ্চল্য

এনএফবি,কোচবিহারঃ

দোকানে বস্তা কেনার কথা বলে ক্যাশ বাক্স থেকে টাকা ছিনিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী গতকাল রাতে মাথাভাঙ্গা শীতলকুচি সড়কের ধারে পঞ্চানন মোর সংলগ্ন পশ্চিম ভাইসগুড়ি এলাকার একটি মুদির দোকানে ওই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাতে মুদি দোকানের ব্যবসায়ী বিমান রঞ্জন দোকানে ছিলেন । সেই সময় অপরিচিত এক ব্যক্তি সাইকেলে চেপে এসে খালি বস্তা কিনতে চান। দাম-দর ঠিক হলে ব্যবসায়ী বস্তা আনতে দোকানের পিছনে যান। সেই সময় ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই অপরিচিত ব্যক্তি। দোকানদার বুঝতে পেরে খালি বস্তা কিনতে আসা লোকটিকে জাপটে ধরে ফেলেন। এরপর দুজনের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। শেষ পর্যন্ত ব্যবসায়ী বিমানবাবুর হাতে কামড়ে ধরেন ওই দুষ্কৃতী, যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই দুষ্কৃতীকে বিমান বাবু ছেড়ে দিলে দুষ্কৃতী সাইকেল রেখেই পালিয়ে যান।

নিজস্ব চিত্র

কিছুক্ষণের ওই খবর ছড়িয়ে গেলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মাথাভাঙ্গা থানার পুলিশও এসে ঘটনাস্থলে হাজির হন। এরপর ওই সাইকেলে রাখা একটি ব্যাগ খুলে দেখা যায় সেখানে কিছু ভুট্টার গুঁড়ো, একটি নতুন শিশুদের জামা, কিছু সুপারি সহ অন্যান্য সামগ্রী রয়েছে। স্থানীয় বাসিন্দা তথা মাথাভাঙ্গা পঞ্চায়েত সমিতি নারী শিশু সমাজকল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ কল্যাণী রায় বলেন, “বিষয়টি খুবই উদ্বেগের। পুলিশ তদন্ত করছে। তবে এ ধরণের ঘটনা কাঙ্খিত নয়।” এদিকে সমস্ত বিষয় ব্যবসায়ী বিমান রঞ্জন পুলিশকে জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।