এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
সাপের সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে একটি সচেতনতা শিবির এর আয়োজন করে দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড এনিম্যাল প্রটেকশন সমিতি।
সাপ সম্পর্কে এখনও সাধারণ মানুষের মনে কিছু ভুল ধারণা রয়ে গেছে। সেই কারণেই এখনও ওঝা ,ঝাড়ফুঁক প্রভৃতি কিছুর ফলে বছরে বেশকিছু নিষ্পাপ প্রাণ অকালে চলে যায়। তাই এদিন বিভিন্ন সাপ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। কোন সাপ বিষাক্ত আর কোন সাপের বিষ নেই সেই বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি সাপ কামড়ালে কি কি প্রটেকশন নেওয়া উচিত সে সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয় এদিনের এই সচেতনতা শিবিরে।
এদিনের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।