জুলাই 3, 2024
Latest:
জেলা

ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক প্রচার বালুরঘাটে

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

মশা বাহিত রোগের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। যদিও দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে এই মুহুর্তে জেলার মাত্র দুইজন ডেঙ্গু আক্রান্ত ভর্তি রয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। তাই দক্ষিণ দিনাজপুরে এই সংখ্যাটা তেমন উদ্বেগ জনক না হলেও, জেলাজুড়ে ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য দপ্তরের তরফে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রতিটি ব্লক ও শহরগুলিতে ডেঙ্গুর প্রচারে জোর দেওয়া হয়েছে।

নিজস্ব চিত্র

এদিকে বালুরঘাট পুরসভার পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে জোরকদমে প্রচার চালানো হচ্ছে। বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর বিষয়ে সচেতন থাকার জন্য বালুরঘাট পুরসভার পক্ষ থেকে লাগানো হয়েছে পোস্টার। বালুরঘাট পুরসভার তরফে ডেঙ্গু প্রতিরোধ টিম বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি সার্ভে শুরু করেছে। এই বিষয়ে ডেঙ্গু প্রতিরোধ টিমের সদস্যরা ডেঙ্গু নিয়ে পুর নাগরিকদের সচেতন করতে অভিযানে নেমেছে। প্রতিটা বাড়িতে গিয়ে তাদেরকে ডেঙ্গু থেকে সচেতন থাকার বিষয়ে পরামর্শ দিচ্ছে। বর্ষাকালে ঘরের মধ্যে বা আশেপাশে জল জমতে না দেওয়া। এই জমা জলই ম্যালেরিয়া ও ডেঙ্গির মশার আঁতুড়ঘর। মশাবাহিত রোগ থেকে রক্ষা পেতে মশারি ব্যবহারে জোর দেওয়া হয়েছে। জ্বর, প্রচণ্ড গায়ে হাতে ব্যথা, গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি সঙ্গে বমি, এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিত্‍সকের পরামর্শ নিতে বলা হচ্ছে।

নিজস্ব চিত্র