এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
কোভিডের কারণে দীর্ঘ প্রায় দু বছর স্কুল কলেজ বন্ধ ছিল। কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ৩ রা ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে সমস্ত স্কুল কলেজ। এরপর জেলা জুড়ে বাড়ছে দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনায় মৃত্যু ও আহত হচ্ছে স্কুল পড়ুয়ারা। দুর্ঘটনা কমাতে, সচেতনতার বার্তা তুলে ধরতে এবার পথে নামলো জেলার প্রশাসনের আধিকারিকরা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাজির নেতৃত্বে সচেতনতার প্রচারে হাজির ছিলেন, ডিএসপি ট্র্যাফিক পবীত্র বারিক, অতিরিক পুলিশ সুপার ট্র্যাফিক শ্রদ্ধা পান্ডে, অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক এল আর অর্ণব কোলে, তমলুকের মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য্য সহ অন্যান্যরা। এদিন তমলুকের হলদিয়া -মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের নিমতৌড়ি থেকে হলদিয়া পর্যন্ত জাতীয় সড়কের ধারে থাকা স্কুল গুলির পড়ুয়াদের হাত ধরে রাস্তা পারাপার করে দেন জেলাশাসক সহ উপস্থিত আধিকারিকরা। স্কুল শুরু এবং স্কুল শেষ হওয়ার দুটি সময়ে এলাকায় এলাকায় আধিকারিকরা প্রতিদিন উপস্থিত থাকবে বলে জানান জেলাশাসক পূর্ণেন্দু মাজি।