এনএফবি, বিনোদন ডেস্কঃ
ফিল্ম ডটস্ -এর প্রযোজনায় নির্মিত হয়েছে তৃতীয় চলচ্চিত্র ‘ আয়াম – The Introspective ‘। তারই প্রেস মিট অনুষ্ঠিত হল সুবর্ণতটে। প্রথমে ট্রেলার প্রকাশ এবং তারপর সাংবাদিকদের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল।
পরিচালক ডাঃ স্বর্ণায়ু মৈত্র জানান আয়াম তৈরি করেছি প্রায় দশ মাস ধরে। স্ক্রিপ্ট তৈরির পর রেকি করি। অনেকদিন কাজ আটকে ছিল টাকার অভাবে। শেষমেষ কয়েকজন বন্ধুর আর্থিক সাহায্য এবং লোন নিয়ে এই চলচ্চিত্রের কাজ শেষ করতে পারি।
আজ চলচ্চিত্রের কুশীলবদের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তুষার – শাম্বশঙ্খ দাস,দেবা – দেবাশিস চক্রবর্তী, টিচার – পলাশ মন্ডল, অল্টার ইগো – বিবেক দাস, স্নেহাল – শুভঙ্কর চৌধুরী, দোকান মালিক – জগন্নাথ বিশ্বাস, ব্যাডমিন্টন খেলোয়াড় – অর্পিতা লাহিড়ী, মা – সমাপ্তি ঘোষ,বাউল – কমল দাস, তেল মিল মালিক – স্বরূপ মুখার্জী। এছাড়াও শিশু অভিনেত্রী সৌমিলী পাল। আয়ামের ডি ও পি কলকাতার সৌরভ কান্তি দত্ত, মিউজিক মেঘ ব্যানার্জী (কলকাতা ), এডিটর পটদীপ চৌধুরী, কালারিস্ট – আমির মন্ডল এবং অভীক মাইতি, প্রোডাকশন ম্যানেজার সন্দীপ মৈত্র এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শ্রেয়া লাহিড়ী ৷ পরিচালক স্বর্ণায়ু মৈত্র চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন আয়ামের।
আয়ামের গল্পটা অনেকটা এই রকম, প্রান্তিক শহরের অনেকের অনেক স্বপ্ন থাকে। কেউ শিল্পী হতে চায় কেউবা খেলোয়াড়। কিন্তু কোথাও গিয়ে পেশার কারণে,দায়িত্বের কারণে এই ইচ্ছা কিংবা স্বপ্ন বুকের ভিতরেই থেকে যায়। হবি না হয়ে এটা যদি প্যাশন হয় আর প্রবল জেদ থাকে তাহলে সেই স্বপ্ন অধরা থাকেনা, সফল হয় ৷ সে কথাই বলে আয়াম The Introspective।
ফিল্ম ডটস্ -এর পক্ষ থেকে জানানো হয় আগস্টের প্রথম সপ্তাহেই নন্দনে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির আয়োজনে সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে আয়াম। সিনেমা তৈরির শহর হিসাবে ক্রমশঃ বালুরঘাট পরিচিত হয়ে উঠছে। ফিল্ম ডটস্ – এর চব্বিশ মিনিটের আয়াম আবার সে কথাই প্রমাণ করলো।