জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

নিয়ম ভেঙে নিজের ভাইকে বাড়তি সুবিধা করে দিয়ে বিতর্কে বাবর আজম

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বিতর্কে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অনুশীলনে নিজের ভাইকে নিয়ে এসে বিপদে পড়লেন তিনি । লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে নিয়ে এসে ভাইকে অনুশীলন করার ব্যবস্থা করে দেন । পিসিবি নিয়ম অনুযায়ী এইচপিসিতে শুধুমাত্র দেশের জাতীয় ক্রিকেটার এবং প্রথম শ্রেণির ক্রিকেটার এবং জুনিয়র ক্রিকেটাররাই প্রশিক্ষণ করতে পারেন।প্রথম শ্রেণির ক্রিকেটার বা জুনিয়র ক্রিকেটারও না শুধু পাকিস্তানের অধিনায়কের ভাই হওয়ার কারণেই বাড়তি সুবিধা, উঠছে প্রশ্ন!
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (pcb) নিয়ম ভেঙে বাবর তার ভাই সাফির আজমকে নিয়ে আসেন। এরপর সাফিরকে এখানে নেট অনুশীলন করার সুযোগ করে দেন। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। বাবরকে নানা ভাষায় আক্রমণ করা হয়।এ বিষয়ে কথা বলতে গিয়ে পিসিবি কর্মকর্তা বলেন, ‘তিন-চার দিন আগে বাবর তার ভাইকে নিয়ে এখানে এসেছিলেন। পরে তার ভাইও এখানে নেট প্র্যাকটিস করেন । যা নজরে আসে। তিনি আমাদের জাতীয় দলের অধিনায়ক,তাই তাকে শান্তভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এমনটা যেন আর না হয়। তিনিও এটা মেনে নিয়েছেন।’
প্রসঙ্গত নিজেদের ঘরের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে রেকর্ড গড়েন বাবর পাকিস্তানের হয়ে সব থেকে বেশি ওয়ান ডে সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় ইউসুফকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসেন বাবর। সামনে রয়েছেন শুধু আনোয়ার। যে রকম ছন্দে রয়েছেন, তাতে আনোয়ারের রেকর্ড কতদিন অক্ষত থাকবে, তা নিয়ে সংশয় থেকেই যায়। বাবর মাত্র ৮৪টি ইনিংসে ব্যাট করতে নেমে ১৬টি ওয়ান ডে সেঞ্চুরি করেন। ইউসুফ পাকিস্তানের হয়ে ২৬৭টি ইনিংসে ১৫টি ওয়ান ডে সেঞ্চুরি করেছেন। তিনি নেমে গেলেন তালিকার তৃতীয় স্থানে। পাকিস্তানের হয়ে সব থেকে বেশি ওয়ান ডে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে আনোয়ারের নামে। তিনি ২৪৪টি ইনিংসে ২০টি শতরান করেছেন। তালিকার চার নম্বরে রয়েছেন মহম্মদ হাফিজ। তিনি পাকিস্তানের হয়ে ২১৬টি ইনিংসে ১১টি ওয়ান ডে সেঞ্চুরি করেছেন।
একইসঙ্গে একদিনের ক্রিকেটে বাবর দ্রুততম ক্রিকেটার ব্যাটার হিসাবে ৪০০০ রান করলেন। টপকে গেলেন ভিভ রিচার্ডস (৮৮) ও জো রুটদের (৯১)। বাবরের আগে শুধু দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা (৮১)। বাবর ফের একবার প্রমাণ করে দেন যে, তিনি আর রেকর্ড এখন সমর্থক হয়ে গিয়েছে।