জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

বেহাল যাত্রী প্রতীক্ষালয়, আন্দোলনে বিজেপি

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

চরম দুর্দশাগ্রস্ত অবস্থায় বাংলার মনীষীদের ছবি। কোথাও ক্ষুদিরামের চোখ – মুখ ঘুষি মেরে বিকৃত করে দেওয়া হয়েছে, তো কোথাও ছিঁড়ে দেওয়া হয়েছে নেতাজি সুভাষ চন্দ্রের ছবি। আর এমন দৃশ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে।
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বালুরঘাট শহরের বেশ কিছু জায়গার যাত্রী প্রতীক্ষালয়। আর সেই বিষয়েই বালুরঘাট টাউন বিজেপির পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে তদন্তের দাবিও জানানো হয়। প্রসঙ্গত, ২০১৩ সালে বালুরঘাট পুরসভায় তৃণমূল কংগ্রেসের গঠিত পুরবোর্ড থাকাকালীন বহু অর্থ ব্যয় করে তৈরি করা হয়েছিল এই যাত্রী প্রতীক্ষালয়গুলি।

বিজেপির বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন বলেন, “জনগণের ট্যাক্সের লাখ লাখ টাকা খরচা করে এমন এমন জায়গায় যাত্রী প্রতীক্ষালয় বানিয়েছে, যেখানে কোনো রকম বাস বা গাড়ি দাঁড়ায়না।” সুমন বর্মনের মতে,যাত্রী প্রতীক্ষালয়ে যে দামী চেয়ারগুলো ছিলো, তার বেশিরভাগ চেয়ার চুরি হয়ে গিয়েছে এবং ভেঙ্গে পড়ে আছে। প্রতীক্ষালয়ে টাইলস পাথরগুলোও চুরি হয়ে গিয়েছে। গায়েব হয়েছে প্রতীক্ষালয়ের ছাদ। তৃণমূল কংগ্রেস পরিচালিত বালুরঘাট পুরসভার উদাসীনতায় যাত্রী প্রতীক্ষালয় গুলোর এমন বেহাল অবস্থা,দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।