এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
রাস্তা যেন দাঁত ভাঙা রাক্ষস। দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে সুতাহাটার আট কিমি রাস্তা। বেহাল রাস্তার কারণে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে বেশ কয়েক জনকে, বহুবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। অবশেষে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটা পঞ্চায়েত সমিতির সুতাহাটা চৌমোড় থেকে আমলাট, কৃষ্ণনগর হয়ে কুঁকড়াহাটি যাওয়ার ৮ কিলোমিটার গ্ৰামীণ পিচের সড়কের বেহাল দশা। কোথাও গর্ত, কোথাও আবার পিচ উঠে মোরাম বেরিয়ে এসেছে। ওই রাস্তা দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু প্রশাসন রাস্তা সারাই হচ্ছে-হবে করেই কাটিয়ে দিয়েছে এক বছর। রোজ ছোট-বড় দূর্ঘটনা ঘটেই চলেছে। সামনেই বর্ষাকাল, কিন্তু রাস্তা মেরামত না হলে খুব সমস্যায় পড়তে হবে বাসিন্দাদের। অবশেষে বিক্ষোভে শামিল হয়েছে গ্রামবাসীরা, তাদের বক্তব্য অবিলম্বে প্রশাসনকে রাস্তা সারাই করতে হবে, তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।