জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

কিয়ানকে বাগান দিবসে সুভাষ সম্মান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সামনে ২৯ জুলাই মোহনবাগানিদের কাছে স্বপ্নের দিন। ইংরেজদের হারিয়ে এই দিনেই তো আইএফএ শিল্ড জিতে ইতিহাস করে নবজাগরণ এনেছিল গঙ্গাপাড়ের ক্লাব। আর টুটু বসু, প্রয়াত অঞ্জন মিত্ররা এই দিনকে স্মরণ করেই তো মোহনবাগান রত্ন ২৯ জুলাই চালু করেন। সেই ট্রাডিশন এখনও বহাল। আর এবারে মোহনবাগানের প্রাক্তন কোচ সুভাষ ভৌমিককে সম্মান জানাতে চালু হচ্ছে বিশেষ পুরস্কার। ক্লাবের তরফ থেকে সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিদেশ বসু, মানস ভট্টাচার্যদের নিয়ে তৈরি টেকনিক্যাল কমিটি সেরা ফরোয়ার্ডের পুরস্কার সুভাষ ভৌমিকের নামে দেওয়ার সিদ্ধান্ত নেন। এবং সেটা পাবেন আইএসএল -এ গত ডার্বির নায়ক জামশেদ নাসারির ছেলে কিয়ান নাসিরি। ক্লাবের প্রাক্তন ফুটবলার তথা সহ সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় জানান,”ভৌমিক দা (সুভাষ ভৌমিক) চিরকাল তরুণ প্রতিভার পাশে দাঁড়াতেন। তাঁদের তুলে আনার কথা বলতেন। তাই উনার নামে পুরস্কার চালু করলাম। প্রত্যেক বছর এই ধারা চলবে। কিয়ানকে দিয়ে শুরু করলাম। ওর বাবাকে জানিয়েছি। বললেন উনার স্বপ্ন সত্যি হল। তখন কলকাতা লিগ বা ডুরান্ড ম্যাচ থাকলে কিয়ান নিতে আসবে। কিন্তু এএফসির ম্যাচ থাকলে জামশেদ নিজে আসবেন আশ্বাস দেন। মোহনবাগানে আরও তরুণ ফুটবলার উঠে আসুক এটাই আমরা বরাবর চাই। ও ক্লাবেরই সম্পদ।”

আরও পড়ুনঃরাজ্যে খুলছে স্কুল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২০১৯ সালে মোহনবাগানের জুনিয়র দলে কিয়ানের সুযোগ পাওয়া নিয়ে একটা সময় ময়দানে গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু ধাপে ধাপে নিঃশব্দে বাগানের সিনিয়র দল এবং এটিকে মোহনবাগানেও ঢুকে পড়েছিলেন কিয়ান। আর ডার্বি ম‍্যাচে নেমে হ‍্যাটট্রিক করে এটিকে মোহনবাগানকে জয় এনে নায়ক হয়ে ওঠেন কিয়ান। ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে মাথা উঁচু করে মাঠ ছাড়েন তিনি। যদিও কিয়ান জানান তার টার্গেট ভারতের জার্সি গায়ে দেওয়া। তবে কেরিয়ারের শুরুতে মোহনবাগান রত্ন নতুন পালক যোগ করলো কিয়ানের সেটা বলাই যায়।

আরও পড়ুনঃ ফেডারার,জোকারকে টপকে ইতিহাস নাদালের