জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

রোনাল্ডো – কাকার এক সতীর্থকে নিতে চায় বাগান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

দল বদলের বাজারে বেশ কয়েকজন ফুটবলার সই করিয়ে চমক দিয়েছে এটিকে মোহনবাগান। সেই তালিকায় সবার প্রথমে রয়েছেন ফ্রাসের বিশ্বকাপ জয়ী দলের সদস্য পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবা। এবার সেই চমকের তালিকায় জুড়তে পারে আরও এক বিদেশির নাম। ক্লাব সূত্রে খবর, বাগান কোচ জুয়ান ফেরান্দো এটুকু নিশ্চিত করেছেন যে ষষ্ঠ বিদেশি হিসেবে একজন স্ট্রাইকারকেই দলে নেওয়া হবে। একাধিক হেভিওয়েট স্ট্রাইকারের সঙ্গে কথা হয়েছে এটিকে মোহনবাগান শিবিরের। সেই তালিকায় রয়েছে ডিয়েগো কোস্ট থেকে শুরু করে অ্যান্ডি ক্যারোলের নাম। এবার এই তালিকায় ঢুকে পড়লেন ব্রাজিলের আক্রমণ ভাগের প্রাক্তন ফুটবলার আলেক্সজান্দ্র পাতো। বর্তমানে তিনি খেলছেন মেজর লিগ সকারের ক্লাব ওর্ল‍্যান্ডো সিটি’তে।

২০০৬ সালে ইন্টারন্যাসনাল ক্লাব থেকে ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন পাতো। সেই ক্লাব’কে ফিফা ক্লাব বিশ্বকাপ জিততে সাহায্যও করেছিলেন। এরপর ২০০৭ সালে তিনি যোগ দেন এসি মিলানে। এরপর আর ফিরে দেখতে হয়নি তাঁকে। পরে ব্রাজিলের বিখ‍্যাত ক্লাব কোরান্থিয়ান্সে খেলেছিলেন। পরবর্তী সময়ে চেলসি, ভিলারিয়েল, তিয়ানজিন তিয়ানহাই হয়ে খেলার পর ২০১৯ সালে আসেন সাও পাওলো’তে। এরপর মেজর লিগ সকারে ওর্ল‍্যান্ডো সিটি’তে যান তিনি। যেখানে চলতি বছরে ডিসেম্বর মাস অবধি চুক্তিবদ্ধ রয়েছেন। শোনা গিয়েছে, তাঁর এজেন্টের সঙ্গে কথা শুরু করেছেন বাগানের কর্তারা। তবে এই মুহূর্তে তাঁকে নিতে গেলে খরচ করতে হবে ১২ কোটি টাকা। সেটাই ভাবাচ্ছে এটিকে মোহনবাগান শিবিরকে। তবে এই টাকার অঙ্ক ভাবালেও যে অসম্ভব তা নয়। এদিকে আগামী মরশুমের পরিকল্পনা নিয়ে যেভাবে এগিয়ে চলেছেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো, তাতে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে সন্দেশ ঝিঙ্গান এবং অমরিন্দার সিংয়ের। শোনা যাচ্ছিল, দলের কোচ তাঁদের দুজনকে নতুন মরশুমে আর দলে চাইছেন না। এই পরিস্থতিতে সংশ্লিষ্ট দুই ফুটবলারের নাম ইতিমধ্যে একাধিক ক্লাবের সঙ্গে জড়িয়েছে।

শোনা গিয়েছে, অরিন্দম ভট্টাচার্য ক্লাব ছাড়ার পর থেকে ইস্টবেঙ্গলের তরফে অমরিন্দর সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। অন্যদিকে, লাল-হলুদের প্রস্তাবের পাশাপাশি জার্মানির এক তৃতীয় ডিভিশনের ক্লাবেরও প্রস্তাব রয়েছে সন্দেশের কাছে। শোনা যাচ্ছে, এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে কোচ ফেরান্দোর সঙ্গে আলোচনায় বসতে চলেছে এই দুই ফুটবলার। জানা গিয়েছে, সেখানে দুই ফুটবলারের ক্লাবে আদৌও কোনও ভবিষ্যৎ আছে কিনা সেই বিষয়ে আলোচনা হবে।