জুন 26, 2024
Latest:
রাজ্য

ফের বন্ধ বাগডোগরা বিমানবন্দর

এনএফবি, শিলিগুড়িঃ

ফের একবার বাগডোগরা বিমানবন্দরে রানওয়েতে সমস্যা। কিছুদিন আগেই কয়েকদিনের জন্য বন্ধ ছিল এই বিমানবন্দর।

আবারও সমস্যা দেখা দেওয়ায় বন্ধ রাখতে হয় বিমান ওঠা-নামা। জানা যায়, এদিন সকাল থেকে রানওয়েতে সমস্যা দেখা দিয়েছে। এবং কোনো বিমান ওঠা নামাও করেনি।

সূত্রের খবর দ্রুত রানওয়েতে ইতিমধ্যে মেরামতির কাজ চলছে।

অপেক্ষারত যাত্রী। নিজস্ব চিত্র