জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বালুরঘাট

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের গ্রাম পঞ্চায়েত। গতকাল সোমবার বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতে নতুন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের সাথে গ্রামবাসীদের একটি পরিচয় পর্বের অনুষ্ঠান ছিল। সেখানেই প্রথম গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে। সেই সময় দুই পক্ষ বচসায় জড়িয়ে পড়লেও তখনকার মতো বিষয়টি থেমে যায়। তৃণমূল কর্মী পিন্টু রায় সংবাদমাধ্যমের সামনে তার ক্ষোভ উগরে দেন। আর সেই কারণেই পিন্টু রায়কে গত কাল রাতে একলা পেয়ে মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এই ঘটনায় আহত পিন্টু রায় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনায় আহত পিন্টু রায় তাকে মারধরের ঘটনায় বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিন্টু বসাকের কারসাজি রয়েছে বলে মনে করেন। এই ঘটনাতে পিন্টু বসাকের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে বারবার ফোন করার পরেও তিনি ফোন ধরেননি। এই ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল বসাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেন।