পালিত হল ‘বালুরঘাট স্বাধীনতা দিবস’

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

১৯৪৭ সালে দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া সহ বেশ কিছু জেলার বিভিন্ন এলাকা তৎকালীন পাকিস্তান না ভারতের অন্তর্ভুক্ত হবে তা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। এই এলাকাগুলিতে ন্যাশনাল এরিয়া বা ধারণাকৃত এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছিল এবং এসব এলাকায় ১৪ই আগস্ট পাকিস্তানের পতাকা উত্তোলিত হয়েছিল। এই সমস্ত এলাকার সমস্যা দ্রুত মিটিয়ে ১৮ ই আগস্ট ভারতের পতাকা উত্তোলন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটও সেই ন্যাশনাল এরিয়া বা ধারণাকৃত এলাকার অন্তর্ভুক্ত ছিল। বালুরঘাটের কৃতি সন্তান সরোজ রঞ্জন চ্যাটার্জি ১৯৪৭ সালের ১৮ই আগস্ট বালুরঘাট হাইস্কুল মাঠে পাকিস্তানের সবুজ পতাকা নামিয়ে ভারতের তিরঙ্গা রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন।

নিজস্ব চিত্র

আর এইদিনটিকে স্মরণে রেখে আজ বৃহস্পতিবার ১৮ই আগস্ট বালুরঘাটের সাইকেল কমিউনিটি নামে একটি সংস্থা বালুরঘাটের স্বাধীনতা দিবস পালন করল হাইস্কুল মাঠে । সাইকেল কমিউনিটির পক্ষ থেকে বালুরঘাট আর্য সমিতি এলাকা থেকে সাইকেল করে বালুরঘাটের ডাঙ্গি এলাকায় ৪২’র শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করে। পরে বালুরঘাট হাইস্কুল মাঠে এসে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই দিনটিকে পালন করে তারা। পাশাপাশি বালুরঘাটের বিভিন্ন এলাকায় আজ বালুরঘাটের স্বাধীনতা দিবস পালিত হবে বলে জানা গেছে।