জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বালুরঘাটে

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে অভিযুক্তের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। অভিযোগ প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করেছেন বিপ্লব মন্ডল নামে এক ব্যক্তি। এই ঘটনায় এদিন সকালে বালুরঘাটের মঙ্গলপুর এলাকার যোগমায়া পাড়ায় চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, ২০১৪ তে প্রাইমারির চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থীদের কাছ থেকে চার/সাড়ে চার লাখ টাকা করে মোট প্রায় বারো লাখ নেন বালুরঘাটের যোগমায়া এলাকার বাসিন্দা বিপ্লব মন্ডল। পেশায় বেকার, বিপ্লব মন্ডল চাকরি দেওার নাম করে টাকা নেন। সেই কারণে এদিন চাকরীপ্রার্থীরা তার বাড়িতে এসে বিক্ষোভ দেখান। যদিও বিপ্লব মন্ডল এদিন ঘটনার আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়েছেন। ফলে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ তার স্ত্রীর উপর এসে পড়ে।

রাজ্যজুড়ে শিক্ষক পদে চাকরি নিয়ে ডামাডোল চলছে। টাকা নিয়ে চাকরির অভিযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই। এমতাবস্থায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আরও একটি শিক্ষক পদে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল। প্রতারণার শিকার চাকরিপ্রার্থীরা ইতিমধ্যেই বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান। দীর্ঘদিন পালিয়ে বেড়ানোর পর অভিযুক্ত বিপ্লব মন্ডল কে বাড়িতে না পাওয়ায় এদিন টাকা ফিরে পেতে তার বাড়িতে চড়াও হন চাকরিপ্রার্থী। এদিন বিপ্লব মন্ডলের স্ত্রী কে ঘিরে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাকে আটক করা হয়েছে।

এখন দেখার, রাজ্যের চাকরি নিয়ে বিভিন্ন অভিযোগের পাশাপাশি পুলিশ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয় কিনা।