জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা ফালাকাটায়

এনএফবি,আলিপুরদুয়ারঃ

ফালাকাটাতে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করতে এবার প্রচার শুরু করল পুরসভা। এদিন টোটোতে করে মাইক বাজিয়ে শহরের অলিগলিতে চলছে প্রচার। ফালাকাটা পুরসভা সূত্রে জানা গিয়েছে, ফালাকাটাতে যাতে কেউ তা ব্যবহার না করেন তার জন্য প্রচার শুরু করা হয়েছে। ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও প্লাস্টিকের থালা, প্লেট, চামচ, গ্লাস, কাপ ইত্যাদিও নিষিদ্ধ। কেউ এগুলো বিক্রি করলে তাকে ৫০০ টাকা জরিমানা করা হবে। এছাড়াও কোনও ক্রেতা প্লাস্টিক নিয়ে ধরা পড়লে তাকেও ৫০ টাকা জরিমানা দিতে হবে। মানুষ যাতে প্লাস্টিকের বদলে কাপড়, পাটের ব্যাগ বা অন্য কিছু ব্যবহার করেন তার প্রচার শুরু করেছে পুরসভা।