অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
কালবৈশাখির ঝড়ে তোলপাড় যুবভারতী। আর লিস্টন কোলাসোর হ্যাটট্রিকের ঝড়ে শনিবার উড়ে গেল বাংলাদেশের বসুন্ধরা কিংস। গোকুলাম এফসি ম্যাচে ৪-২ গোলে হারের পরে বসুন্ধরা কিংসকে ৩-০ গোলে হারিয়ে এএফসি কাপে দুরন্ত কামব্যাক করল সবুজ মেরুন ব্রিগেড। এদিন এটিকে মোহনবাগান দলে তিনটে পরিবর্তন করে । গত ম্যাচে চার গোল খাওয়া অমরিন্দর সিংয়ের জায়গায় আরশ আনোওয়ারকে নেওয়া হয় এছাড়া তিরির জায়গায় ডিফেন্স এ তিরির জায়গায় আসেন সন্দেশ ঝিঙ্গান আর কাল মেকাহউকে নামানো হয় ডেভিড উইলিয়ামসের জায়গায় । খেলা শুরু হতেই তুমুল কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় যুবভারতী। প্রথম ১৩ মিনিট ম্যাচ হতেই ঝড় বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে ম্যাচ কমিশনার পরিস্থিতি দেখে ফের ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেন । ম্যাচ শুরু হতেই প্রবল ঝড় যেন বাগানের পালতোলা নৌকায় হাওয়া দেয়। ২৫ মিনিটে বসুন্ধরা ডিফেন্সকে বোকা বানিয়ে তাঁদের বক্সে ঢুকে গোল করেন লিস্টন কোলাসো । ফের ৩৪ মিনিটে জনি কাউকোর পাশে থেকে দুরন্ত গোল করে যান লিস্টন। এরপর প্রথমার্ধের শেষ দিকে রয় কৃষ্ণ গোলের সুযোগ পেলেও সেটা মিস করেন। দ্বিতীয়ার্ধের শুরুর কিছুক্ষণ পরেই মনবীরের চোখ ধাঁধানো পাসে নিজের হ্যাটট্রিকটা সেরে ফেললেন লিস্টন কোলাসো। ইতিমধ্যেই কেরালা ব্লাস্টার্স তাকে নেওয়ার জন্য ঝাঁপাছে । পরের মরশুমে যে সবুজ মেরুন ব্রিগেড ভারতীয় ফুটবলের নতুন পোস্টার বয়কে ধরে রাখতে মরিয়া থাকবে সেটা বলাই যায়। তিন গোলে বিধ্বস্ত হওয়ার পরে বসুন্ধরা মাত্র দুটো গোলের সুযোগ পায়, দুটোই মিস করে। এরপর ৭০ মিনিটে জনি কাউকোর জায়গায় ডেভিড উইলিয়ামসকে নামান বাগান কোচ জুয়ান। আর নেমেই উইলিয়ামস ৭৭ মিনিটে রয় কৃষ্ণর পাস থেকে চোখ ধাঁধানো গোল করে উচ্ছাসে ভেসে যান।পাঁচ গোলেও জিততে পারতো সবুজ মেরুন ব্রিগেড। কিন্ত ৮০ মিনিটে সহজ সুযোগ পায় মোহনবাগান। বসুন্ধরা গোলকিপারকে ফাঁকা পেয়েও গোল করতে ব্যর্থ রবি বাহাদুর রানা। ৪-০ গোলে জিতেই মাঠ ছাড়লো গঙ্গাপাড়ের ক্লাব।