জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে সবুজ সংকেত বিসিসিআইয়ের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজ হচ্ছে আগামী ডিসেম্বর মাসে। দক্ষিণ আফ্রিকা বোর্ডকে সবুজ সংকেত দিল বিসিসিআই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ শেষ হলেই টিম ইন্ডিয়া উড়ে যাবে দক্ষিণ আফ্রিকায়। প্রোটিয়াদের বিরুদ্ধে বিরাট কোহলি-রোহিত শর্মারা পূর্ণাঙ্গ (তিনটি টেস্ট, তিনটি ওয়ান-ডে ও চারটি টি-২০) সিরিজ খেলবে ডিসেম্বর-জানুয়ারিতে। ৮ তারিখ দক্ষিণ আফ্রিকা রওনা হওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। চার্টার্ড বিমানেই দলকে পাঠানো হবে বাবল টু বাবল ট্রান্সফার নিশ্চিত করতে। কিন্তু তার আগে দরকার কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেত। এই পরিস্থিতিতে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সম্ভাবনা উজ্জ্বল হলো সে দেশের বিদেশ মন্ত্রকের আশ্বাসে। দক্ষিণ আফ্রিকার বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ভারতীয় দলের সকলের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হবে। ভারত ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের জন্যও একইরকম ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন দেশ যেভাবে সীমান্ত বন্ধ করে দিচ্ছে, দক্ষিণ আফ্রিকায় যাতায়াতে বিধিনিষেধ জারি করছে, সেখানে ভারত যেভাবে ‘এ’ দলের সফর জারি রেখেছে তা প্রশংসনীয়।