জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

ডায়রিয়া আক্রান্ত রোগীদের খোঁজ নিতে এলাকায় বিডিও

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

ডায়রিয়ার প্রকোপে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের রামবেড়িয়া গ্রামে ৷ ইতিমধ্যেই অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ৷ তবে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় বাড়ি ফিরে গেছে বলে জানা গেছে ৷ এখনও বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছে ৷

নিজস্ব চিত্র

ব্লক প্রশাসনের তরফ থেকে জানা গেছে , আক্রান্তদের খোঁজ খবর নিতে এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিডিও অমিত ঘোষ সহ ব্লক স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ৷ সমস্ত পানীয় জলের জায়গাগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুনরায় চালু করা হচ্ছে জল প্রকল্প গুলি ৷ পাশাপাশি এলাকার পুকুর গুলির জলে ব্লিচিং ছড়ানোর পাশাপাশি এলাকার মানুষজনের স্বাস্থ্যের উপর নজর রাখছে ব্লক স্বাস্থ্য দপ্তর এবং বিডিও অমিত ঘোষ ৷

নিজস্ব চিত্র

এই সম্পর্কে বিডিও অমিত ঘোষ বলেন,” আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছি, অতিরিক্ত গরমের কারণে খাবারের ফলে এই ধরণের ঘটনা ঘটেছে নাকি জলের জন্যই এই ধরণের ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি এবং জল পরীক্ষা করার জন্য আমরা পাঠিয়েছি রিপোর্ট পেলেই পরিষ্কারভাবে জানা যাবে জল থেকেই এই ধরণের ঘটনা ঘটেছে নাকি।”

নিজস্ব চিত্র

তবে এলাকায় বিডিওর উপস্থিতিতে সবমিলিয়ে কিছুটা স্বস্তি পেয়েছে এলাকার মানুষজন। এমনটাই জানা গেছে এলাকাবাসী সূত্রে।