জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

সতর্ক হয়ে যাও সচিন, রুট তোমার রেকর্ড ভাঙতে পারেঃ মাইকেল ভন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সচিন তেন্ডুলকরের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেবেন জো রুট এমনটাই বলছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। এক সাক্ষাৎকারে ভন বলেন,”জো রুট ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটার, এখন সচিন তেন্ডুলকরকে সতর্ক হতে হবে। আমার জন্য জো রুট ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে গ্রাহাম গুচের পাশেই থাকবেন। এবং তিনি যে ভাবে খেলে চলেছেন, তাতে তিনি সচিন তেন্ডুলকরের সর্বাধিক টেস্ট রানের রেকর্ড ছাড়িয়ে যেতে পারেন। তিনি এখনও সচিনের থেকে মোট ৬ হাজার রানে পিছিয়ে। তবে তাঁর বয়স মাত্র ৩১ এবং যদি জেমস অ্যান্ডারসন ৪০ না হওয়া পর্যন্ত খেলতে পারেন, তবে আমি মনে করি জো-ও পারবেন।’’

প্রসঙ্গত লর্ডস টেস্টে দলকে জয় এনে দেন রুট। প্রাক্তন অধিনায়ক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ হাজার টেস্ট রান করেন । আর এক প্রাক্তন অধিনায়ক আলেস্টার কুকের পরে যা সবথেকে বেশি। রুটের বয়স মাত্র ৩১। সচিন ২০০ টি টেস্ট ম্যাচ খেলে ১৫৯২১ রান করেছেন। যার মধ্যে আছে ৫১ টি টেস্ট শতরান।শুধু ভন নন রুট দশ হাজার রান করার পরে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেলরও দাবি করেন যে রুট ভাঙতে পারেন সচিনের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড।ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব হারানোর পর প্রথম টেস্ট খেলতে নেমেই স্বমহিমায় দেখা যায় জো রুট কে। লর্ডস টেস্টে ২৭৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইংল্যান্ডের চতুর্থ উইকেট পড়ে গিয়েছিল ৬৯ রানে। সেখান থেকে পাঁচ উইকেটে ইংল্যান্ডকে জয় এনে দেয় রুটের অপরাজিত শতরান। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৭৭তম ওভারের তৃতীয় বলে টিম সাউদির ডেলিভারি মিড উইকেটের দিকে ঠেলে ২ রান নিয়ে শতরান ও টেস্ট কেরিয়ারের ১০ হাজার রান পূর্ণ করেন রুট।দেশের হয়ে অভিষেকের পরে ১০ হাজার রানের ক্লাবে পৌঁছানোর ক্ষেত্রে রুটই দ্রুততম। অভিষেকের পর ৯ বছর ১৭১ দিনের মাথায় তিনি টেস্টে ১০ হাজার রান পূর্ণ করলেন ২১৮তম ইনিংসে। কুক নিয়েছিলেন ২২৯ ইনিংস, তাঁর অভিষেক থেকে লেগেছিল ১০ বছর ৮৭ দিন। রাহুল দ্রাবিড় অভিষেকের ১১ বছর ২৮০ দিনের মাথায় টেস্টে ১০ হাজার রান পূর্ণ করেন ২০৬তম ইনিংসে। কুমার সঙ্গকারার লেগেছিল ১৯৫টি ইনিংস ও ১২ বছর ১৫৯ দিন। রিকি পন্টিংয়ের লেগেছিল ১৯৬ ইনিংস, তিনি টেস্ট অভিষেকের পর ১২ বছর ১৭৪ দিনের মাথায় ১০ হাজার রান করেন।