মাঠে নামার আগেই বিতর্ক অভিষেকের ক্লাবের, পদত্যাগ কৃষ্ণেন্দুর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এই বছর প্রথমবার কলকাতা লিগে নামবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। তার জন্য আই লিগ জয়ী স্প্যানিশ কিবু ভিকুনাকে কোচ করে আনাও হয়েছে। কিন্তু মাঠে বল গড়ানোর আগেই বিতর্ক দেখা দিলো। প্রথমদিন থেকে দলের সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়। ঘরোয়া ফুটবলার নেওয়া সবকিছু তার হাত ধরেই হয়েছে। কিন্তু কিবু ভিকুনা সল্টলেকে সেন্ট্রাল পার্কে অনুশীলন শুরু করার পরেই দেখা দেয় বিতর্ক। দলের সচিব আর এক প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচাৰ্যর সঙ্গে তার মতের মিল হচ্ছিলো না এবং অভিষেকের দলের পুরো দায়িত্ব সামলাছেন মুখ্যমন্ত্রীর আর এক ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গেও দল চালানোর ক্ষেত্রে সহকারী কোচ কৃষ্ণেন্দুর সমস্যা হয়। সেই কারণে দায়িত্ব ছাড়লেন তিনি। চলতি বছর বারপুজোর দিনেই যাত্রা শুরু হয় অভিষেকের ক্লাবের। সেখানে অভিষেক স্পষ্ট জানিয়ে দেন যে তিনি এই ক্লাবে কোনো রাজনীতি দেখতে চান না। এই ক্লাব ভবিষ্যতে আইএসএলে খেলবে সেই স্বপ্নও সমর্থকদের দেখান তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। তার আগে ডায়মন্ড হারবার ক্লাবে কৃষ্ণেন্দুর পদত্যাগ বিতর্কর জন্ম দিচ্ছে। প্রসঙ্গত এই বছর ১৫ কোটি টাকা আইএফএকে দিয়ে কলকাতা লিগে নামবে অভিষেকের ক্লাব।