জুলাই 8, 2024
Latest:
জেলা

দিঘায় বিশ্ববঙ্গ সাহিত্য সম্মেলনের সূচনা

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

রবিবার বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শুরু হলো দীঘায়।

দীঘার উন্নয়ন পর্ষদ ভবনের কনফারেন্স হলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শুভ উদ্বোধন করেন আসামের সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বিশিষ্ট সাহিত্যিক ও লেখক শিলাদিত্য দেব। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সাহিত্যিক লেখক সাংবাদিক রাধাকান্ত সরকার, কবি অলক নন্দী ও বিশিষ্ট সমাজ সেবী বিশ্বরঞ্জন মিশ্র বিশিষ্ট গায়িকা শিবানী দাস সহ বহু গুণী জনেরা।

এই সম্মেলনে পশ্চিমবঙ্গ, আসাম ও বাংলাদেশের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রচার ও প্রসার বাড়িয়ে বাংলা ভাষার মর্যাদা দিতে এবং বাংলার সংস্কৃতিকে অক্ষুন্ন রেখে সৌভ্রাতৃত্ব বোধ বাড়ানোর উদ্দেশ্যে এই সম্মেলন বলে জানায় কর্মকর্তাগণ। দুদিন ধরে চলবে এই সম্মেলন আজ উপস্থিত থাকবেন মৎস্য মন্ত্রী অখিল গিরি, মন্ত্রী তথা সংগঠনের সভাপতি অরূপ রায়, মন্ত্রী তথা সংগঠনের সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন সহ বিশিষ্ট জনেরা।