প্রয়াত বাংলার ব্যাটার রাজা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

প্রয়াত হলেন বাংলার প্রাক্তন ওপেনিং ব্যাটার রাজা মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। বয়স জনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। বাংলার হয়ে ছয়ের দশকের শেষে তিনি খেলা শুরু করেন। মোট ৩৪ ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ১৫২৬, সর্বোচ্চ রান ১৫৪, গড় ছিল ৩৩.১৭। তার মৃত্যুতে শোকের ছায়া বাংলার ক্রিকেট মহলে।

বল হাতে ৩৪ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন। তার মত অল রাউন্ডার বাংলা ক্রিকেটে ছিল বিরল।

মাত্র ১৪ বছর বয়সে বালিগঞ্জ ইউনাইটেড ক্লাবের হয়ে ক্লাব ক্রিকেটে যাত্রা শুরু হয় তার । স্কুল ক্রিকেটে ভালো খেলার জেরে পূর্বাঞ্চলের হয়ে স্কুল ক্রিকেটে খেলেন ১৯৬৭-৬৮ সালে। অজিত নায়েকের ক্যাপ্টেন্সিতে ভারতীয় দলে খেলেন । বাংলার রাজা মুখার্জি এবং দীপঙ্কর সরকার জুটি ছিল চিরচর্চার বিষয়।

স্কুল ক্রিকেটে তার সতীর্থ ছিলেন মহিন্দর অমরনাথ, সৈয়দ কিরমানিরা। মাত্র ১৭ বছর বয়সে বাংলার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তাঁর যা সেই সময়ে ছিল নজির । ১৯৬৭ থেকে ৭৯, ১২ বছরের কেরিয়ারে বাংলা, রেলওয়ে এবং পূর্বাঞ্চল দলের হয়ে মাঠে নেমেছেন রাজা ।