বেঙ্গল ফর বিজনেস নয় বেঙ্গল ফর বোম্বঃ শুভেন্দু

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

এই পরিবার রামপুরহাটের মত, হাঁসখালির মত যদি সিবিআই তদন্ত চায় তাহলে দল তার পাশে থাকবে,বৃহস্পতিবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার উজান গ্রামে মৃতার বাড়িতে গিয়ে বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাশাপাশি অন্যান্য রাজ্যে যেমন মদ বন্ধ হয়েছে সে রকম এরাজ্যেও মদ বন্ধের জন্য ঝাঁটা হাতে নারী শক্তিকে সংগঠিত হওয়ার আবেদন করেন শুভেন্দু অধিকারী । মদ বন্ধের আন্দোলনে গোটা রাজ্যের মহিলাদের কাছে তার আবেদন, সকলকে সংগঠিত হয়ে আন্দোলনে নামার । আনসার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, গোটা ভারতবর্ষে যত সন্ত্রাসবাদী আছে তা পশ্চিমবঙ্গ থেকে সাপ্লাই করছে মমতা ।অন্যদিকে তিনি বলেন সংবিধানের সুযোগ রয়েছে ৩৫৫ ধারা জারি করে কেন্দ্রীয় হস্তক্ষেপে, আর তা সর্বস্তরে তাঁরা দাবি করছেন বলেও জানিয়েছেন তিনি। বেঙ্গল ফর বিজনেস নয় বেঙ্গল ফর বোম্ব, ঠিক এভাবেই বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ঠিক এভাবেই পিংলায় দাঁড়িয়ে বর্তমান শাসকদল কে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।