জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

ইডেনে রঞ্জিতে চাপে বাংলা

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

উত্তরপ্রদেশ-(প্রথম ইনিংস ১৯৮, দ্বিতীয় ইনিংস ১২২/৪)

বাংলা – (প্রথম ইনিংস ১৬৯)

দ্বিতীয় দিনের শেষে উত্তরপ্রদেশ ১৫১ রানে এগিয়ে

রঞ্জি ট্রফির প্রথম ম‍্যাচেই বিরাট চাপে বাংলা দল। পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে এখন ম‍্যাচ বাঁচাতে কঠিন লড়াইয়ের মুখে মনোজ তিওয়ারিরা। প্রথম দিনে উত্তরপ্রদেশের পেসারদের দাপটে কাঁপছিল বাংলা। সেই কাপুনি কাটিয়ে উঠতে পারেনি বাংলা। বুধবার সকালে প্রীতম, সায়ন আউট হতেই হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক মনোজ। কিন্তু তিনিও বেশি দূর যেতে পারেননি। ২৩ রানে আউট হন। কিছুটা লড়াই করার চেষ্টা করেছেন আকাশদীপ (৪১), অভিষেক পোড়েল (৩৩), শাহবাজ আহমেদ (২১)। তাতেও উত্তরপ্রদেশের ১৯৮ রান ছুঁতে পারেনি বাংলা। শিভম মাভির চমৎকার বোলিংয়ের দাপটে ১৬৯ রানেই অল আউট হয়ে যায় বাংলা।

দ্বিতীয় ইনিংসে ব‍্যাট করতে নেমে শুরুতে উত্তরপ্রদেশ হোঁচট খেলেও পরে সামলে নিয়েছেন রিঙ্কু সিং (অপরাজিত ৪৪) ও অক্ষদীপ নাথ (অপরাজি ৪৭)। দ্বিতীয় দিনের শেষে উত্তরপ্রদেশ ৪ উইকেটে ১২২ রান করেছে। এগিয়ে আছে ১৫১ রানে।

পিচের যা চরিত্র তাতে উত্তরপ্রদেশ যদি ২০০ থেকে ২৫০ রানে এগিয়ে যায় তাহলে বাংলার পক্ষে ম‍্যাচ বাঁচানোটাই কঠিন হয়ে যাবে। সেটা বুঝেও গিয়েছেন বাংলা দলের কোচ, অধিনায়করা। তাই বৃহস্পতিবার সকালে যত তাড়াতাড়ি সম্ভব উত্তরপ্রদেশকে অল আউট করার লক্ষ‍্য নিয়েই বল হাতে মাঠে নামবেন ইশান, আকাশরা। এদিন ইশান পোড়েল দুটি ও আকাশদীপ, সায়ন মন্ডল একটি করে উইকেট নিয়েছেন।