জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

ভারতীয় দলে বাংলার শাহবাজ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

খুশির খবর বাংলা ক্রিকেটের জন্য। ভারতীয় দলের অল রাউন্ডার ওয়াশিংটন সুন্দর চোট পেয়ে যাওয়ায় তার পরিবর্তে জিম্বাবোয়ে সফরে ডাক পেলেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ । লোকেশ রাহুলের নেতৃত্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। রঞ্জি ট্রফি আর আইপিএলে ধারাবাহিকভাবে দারুণ অল রাউন্ড পারফরম্যান্স করেন শাহবাজ । তার ফলস্বরূপ এই পুরস্কার পেলেন শাহবাজ।

প্রসঙ্গত কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে গিয়ে ফিল্ডিংয়ে ডাইভ মারার সময় কাঁধে চোট পান ওয়াশিংটন।

২৭ বছরের শাহবাজের উত্তরপ্রদেশে জন্ম হলেও বাংলার হয়ে তিনি বহুদিন খেলছেন। ২০১৯ -২০ মরশুমে বাংলাকে রঞ্জি ট্রফিতে ফাইনালে তুলতে বড় ভূমিকা নেন। ২০২০ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলেন। শাহবাজ বাঁ হাতে ব্যাট আর বাঁ হাতে স্পিন বল করেন । বি সি সি নিজেদের বার্তায় জানায় , “জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে সিনিয়র নির্বাচক কমিটি শাহবাজ আহমেদকে বেছে নিয়েছে। কাঁধে চোট পাওয়ায় জিম্বাবোয়ে সফর থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর।”চলতি মাসের ১৮, ২০ ও ২২ তারিখ হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলি খেলবে ভারত। রাহুল দ্রাবিড় ভারতীয় দল নিয়ে এশিয়া কাপ অভিযানে যাবেন। জিম্বাবোয়েতে ফের হেড কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ।

ভারতীয় দলঃ লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ইশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, দীপক চাহার এবং শাহবাজ আহমেদ।