জুলাই 1, 2024
Latest:
জেলা

ইউক্রেনে আটকে ভূঞাখালীর ডাক্তারি পড়ুয়া, দেশে ফেরানোর আবেদন পরিবারের

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মাঝে ইউক্রেনে আটকে রয়েছে বহু ভারতীয়৷ পাশাপাশি আটকে রয়েছে বহু ছাত্র,এমত অবস্থায় ইউক্রেনে মেডিক্যাল স্টুডেন্ট অর্ণব মান্নাকে ফেরাতে ভারত সরকারকে আবেদন জানালো পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ভূঞাখালী গ্রামের পরিবার ৷ ইতিমধ্যেই ভারতীয়দের নিরাপদ জায়গায় রাখা হয়েছে বলে জানানো হয়েছে ইউক্রেনের তরফ থেকে ৷

জানা গিয়েছে, ভূঞাখালী গ্রামের বাসিন্দা কঙ্কন মাইতির ছেলে ২২ বছর বয়সী অর্ণব মান্না ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছে ইউক্রেনে ৷ এই মত অবস্থায় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কার্যত উদ্বিগ্নে রয়েছে পরিবার ৷ অর্ণবের বাবা কঙ্কন মান্না জানান যেসব ছাত্র ছাত্রীরা আটকে পড়েছে তাদের যাতে ভারত সরকার ফ্রী নিয়ে আসার ব্যবস্থা করে তার আবেদন করছি। এক কথায় বলা যেতে পারে দুই দেশের যুদ্ধ সৃষ্টি হওয়ার ফলে ছেলেকে নিয়ে ভীষণ রকম দুশ্চিন্তায় রয়েছে পরিবার।

আরও পড়ুনঃ ডনবাসে হামলা শুরু রাশিয়ার ,রাশিয়ার হামলার নিন্দা ন্যাটো প্রধানের