জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ বাইক আরোহীর বিরুদ্ধে

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

কর্তব্যরত ট্রাফিক পুলিশকে মারধর করার অভিযোগ উঠল এক বাইক আরোহীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর সংলগ্ন কুইকোটা এলাকায়।

জানা গেছে ,এদিন সকালে বিডিও অফিস যাওয়ার রাস্তায় ডিউটি করছিল দীপক মাহাতো এবং জগজিৎ সিং নামে দুই ট্রাফিক পুলিশ। হঠাৎ করেই ওই বাইক আরোহী এসে তাদের বলে রাস্তায় দাঁড়িয়ে না থেকে বিডিও অফিসের সামনে ভিড় সরাতে যেতে। ট্রাফিক পুলিশরা যেতে রাজি না হওয়ায় বচসা শুরু হয়ে যায়। এরপরেই দেখা যায় ওই বাইক আরোহী চড়াও হয় ট্রাফিক পুলিশের উপর।রীতিমত চড় মারতে দেখা যায় এক ট্রাফিক পুলিশকে। ট্রাফিক পুলিশের দাবি, ওই বাইক আরোহী নিজেকে সিআইএসএফ বলে পরিচয় দিয়েছিল। পরে স্থানীয়রা ট্রাফিক পুলিশদের ওই বাইক আরোহীর হাত থেকে উদ্ধার করে। পরে কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধর করার জন্য ওই বাইক আরোহীকে গ্রেফতার করে মেদিনীপুর কোতয়ালী থানার পুলিশ।

নিজস্ব চিত্র

আরও জানা গেছে, ওই যুবকের নাম জয় সিংহ। সিআইএসএফ এ কনস্টেবল পদে কর্মরত।বাড়ি মেদিনীপুর শহরের গোলাপিচক এলাকায়।