জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

রীতিমেনে পূজিত হচ্ছেন বিকটকালী মাতা

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

রীতিমেনে চৈত্র সংক্রান্তি তিথিতে পূজিত হল শ্রী শ্রী বিকটকালী মাতা। বৃহস্পতিবার গর্ভগৃহের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে ভোর থেকে লক্ষাধিক পূর্ণ্যার্থীরা মন্দির চত্বরে ভিড় করেন। পুজোর পাশাপাশি শুরু হয় তিনদিনের মেলা।

উল্লেখ্য, হিলি ব্লকের প্রাচীন শ্রী শ্রী বিকটকালী মাতার মন্দিরে চৈত্র সংক্রান্তি তিথিতে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। বাৎসরিক পুজোর ৯ দিন পূর্বে গর্ভগৃহে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করা হয়। পাঁচদিন পূর্বে মায়ের ভক্তের সূচনা হয়। নয়দিনের সূচি মেনে মায়ের পুজো সম্পন্ন হয়। পুজোয় ৫ হাজার ভক্তের সমাগম হয়। লক্ষাধিক পূর্ণ্যার্থী পুজো উপলক্ষে মন্দিরে ভিড় করেন। পাশাপাশি ৩ দিনের মেলাও অনুষ্ঠিত হয়।

ভক্তসমাগম

এদিন ঐতিহ্য মেনে ভোর থেকে গর্ভগৃহের বাৎসরিক পুজো শুরু হয়। ধাপে ধাপে শিব, বাসলী, শীতলা, মনসা, লক্ষীনারায়াণ সহ ১০টি মন্দিরের পুজো সম্পন্ন হয়। সকাল থেকেই মহিলারা মাথায় ভোগের ডালা নিয়ে মন্দিরে ভিড় জমান। চলে দুপুরে পাঁঠাবলি।

বসেছে মেলা।