জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

মোহালিতে বিরুষ্কার চুম্বন ভাইরাল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

মোহালিতে নিজের কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নামলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই নজিরের জন্য দল থেকে বিশেষ ক্যাপ ও স্মারক পেয়েছেন কোহলি। আর এই সম্মান পাওয়ার সময় মাঠেই কোহলির পাশে ছিলেন তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা । অনুষ্কাকে বরাবর বিরাটের ভালো ও খারাপ সময় মাঠে থাকতে দেখা গিয়েছে। এদিনও অন্যথা হলো না।

কোহলির ছেলেবেলার হিরো দ্রাবিড় তাঁকে স্মারক ও ক্যাপ দেওয়ার আগে প্রশংসায় ভরিয়েছেন। তখন বিরাটের পাশেই দাঁড়িয়েছিলেন অনুষ্কা। স্বামীর মাইলস্টোন ম্যাচের জন্য তাঁর খুশিও চোখেমুখে ফুটে উঠছিল। এর পর বিরাটও ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নামার আগে নিজের বক্তব্য জানান। এবং সব শেষে তাঁর স্ত্রীকে জড়িয়ে ধরেন। আলতো করে বিরাট অনুষ্কার গালে চুমু দেন। অনুষ্কাও বিরাটের গালে মিষ্টি করে একটা চুমু একে দেন । বিরুষ্কার এই মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় । অনেক নোটিজিনেরা প্রশ্ন করছেন তাঁদের কন্যা ভামিকা কোথায়! কেউ আবার বলেছে এই স্পেশাল মুহূর্তে বিরাটের পাশে পরিবারের থাকা দরকার। প্রসঙ্গত মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদহ এক্সপ্রেসের শুটিংয়ে ব্যস্ত অনুষ্কা। বিরাটের শততম টেস্ট বলেই তিনি এদিন মোহালিতে আসেন । অনুষ্কার পরনে ছিল এদিন প্লাজো প্যান্ট ও সাদা টপ। এবং বিরাটের শততম ক্যাপ নেওয়ার সময়ে মুখে সুন্দর হাসি জ্বলজ্বল করছিল ।

দীর্ঘদিন প্রেম থাকার পরে তিন বছর আগে বিরুস্কা জুটি ইতালিতে গিয়ে বিয়ে করেন । ভারতীয় দলের সঙ্গে সফরেও দেখা যায় বিরাটের স্ত্রীকে । কিছুদিন আগে বিরাট কোহলি বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার ব্যাপারে বলতে গিয়ে, বলেছিলেন যে অনুষ্কা তাঁর শক্তির মূল স্তম্ভ। বিরাট বলেন, “অনুষ্কা (শর্মা) আমার জীবনে বিরাট প্রভাব ফেলেছে। শুধু আমার জীবনে যে প্রভাব ফেলেছে তা নয়, খেলাটাও আমার জীবনের একটা অংশ, তাই সেখানেও ওর প্রভাব রয়েছে। আমি সব সঠিক কারণের জন্য একটি সম্পূর্ণ পরিবর্তিত মানুষ হয়ে উঠতে পেরেছি। আমি সঠিক পথে এগিয়ে এসেছি। আমি ওর মতো একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য ঈশ্বরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং ও আমার কাছে আমার শক্তির একটা মূল স্তম্ভ ।”

শততম টেস্টের প্রথম ইনিংসে ৪৫ রানেই থামতে হল বিরাট কোহলিকে। যদিও শততম টেস্টের সেঞ্চুরীর সুযোগ এখনও রয়েছে বিরাটের সামনে। তবে রেকর্ড মেশিনের রেকর্ডের ধারা কিন্তু অব্যাহত। মোহালিতে শততম টেস্টের মঞ্চেই ৮ হাজার রানের মালিক হলেন বিরাট কোহলি। ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে এই নজুর গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি।