বাইসন আতঙ্ক মাথাভাঙায়

এনএফবি, কোচবিহারঃ

আবারও বাইসন আতঙ্ক ছড়াল মাথাভাঙা ২ নং বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের সিঙ্গি জানি এলাকায়। স্থানীয়দের কথায়, সেখানে এদিন সকালে ২ টো বাইসন দেখা যায়। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, এদিন সকালে মাথাভাঙা ২ নং ব্লকের বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের সিঙ্গি জানি এলাকায় ২ টি বাইসনকে দেখতে পায় স্থানীয়রা। এরপর স্থানীয়রা বনদপ্তরকে খবর দিলে সেখানে ছুটে আসে বনদপ্তরের আধিকারিকেরা এবং ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। এরপর বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে বাইসন দুটিকে খুঁজে পায় বনদপ্তরের আধিকারিকেরা। ভুট্টা ক্ষেতের ভেতর চলে যাওয়ায় বাইসন দুটিকে খুঁজতে বেশ বেগ পেতে হয় বনদপ্তরের আধিকারিকদেরকে। শেষে ঘুমপাড়ানির গুলি দিয়ে বাইসন দুটিকে নিস্তেজ করে সেখান থেকে নিয়ে যায় বনদপ্তর।
বনদপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া বাইসন দুটিকে সেখান থেকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে বার বার মাথাভাঙায় বাইসন চলে আশায় রীতিমত চিন্তিত সেখানকার মানুষেরা।