জুলাই 5, 2024
Latest:
জেলালেটেস্ট

‘পাড়ায় সমাধান’ কর্মসূচি নিয়ে অভিযোগ বিজেপির

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

আগামীকাল থেকে বালুরঘাট পুর এলাকায় শুরু হতে চলেছে “পাড়ায় সমাধান” কর্মসূচি। এদিকে বালুরঘাট পুরসভার ভোট ঘোষণার পর সরকারি এই কর্মসূচি করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে এদিন বালুরঘাট মহকুমা শাসক তথা পৌর নির্বাচনী আধিকারিক সুমন দাশগুপ্তকে লিখিত অভিযোগ জানানো হয়।

আগামী ২৭ শে ফেব্রুয়ারি বালুরঘাট পুরসভা নির্বাচন। গত তিন তারিখ বিজ্ঞপ্তি জারির পর ইতিমধ্যেই মনোনয়ন জমা ও স্ক্রুটনির কাজ শেষ হয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সম্পাদক বাপি সরকার জানান, “আমরা জানতে পেরেছি, আগামীকাল থেকে বালুরঘাট পুর এলাকায় পাড়ায় সমাধান কর্মসূচি শুরু হতে চলেছে। আগামীকাল বালুরঘাটের ২২ এবং ২৩ নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধান কর্মসূচি হবে। বিজেপির পক্ষ থেকে আমরা মনে করি, এই কর্মসূচি মডেল কোড অফ কন্ট্রাক্ট লঙ্ঘন করছে। এবিষয়ে আমরা বালুরঘাট পৌর নির্বাচনী আধিকারিক তথা মহকুমা শাসক কে অভিযোগ জানিয়েছি।”

যদিও বিজেপির অভিযোগের কোনো সারবর্ত্তা নেই বলে জানিয়েছে তৃণমূল। তৃণমূল জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকী জানান,”যেসব প্রকল্প আগে থেকে চালু, তা চলতে পারে। তাছাড়া বিষয়টি নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন রাজ্য সরকার কে যে নির্দেশ দেবে, সরকার সেই অনুযায়ী কাজ করবে। সরকারি প্রকল্প যখন, সরকার নিশ্চয় নির্বাচনী বিধি মেনেই কাজ করছে। আসলে বালুরঘাট পুর নির্বাচনে বিজেপির কোনো ইস্যু নেই। তাই প্রতিদিন ভিত্তিহীন অভিযোগ করে চলেছে।”