জুলাই 5, 2024
Latest:
জেলা

দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে হাজিরা বিজেপি নেতৃত্বদের

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

গত ২৮ ফেব্রুয়ারি পুর নির্বাচনের পরের দিন বিজেপির ডাকা ধর্মঘটে সরকারি কাজে বাধা দান সহ বিভিন্ন অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক বুধরাই টুডু, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী , বিজেপির মালদা জোন কনভেনার শুভেন্দু সরকার, সহ বেশ কিছু বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। সেই ঘটনাতেই আজ বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলে বিধায়ক বুধরাই টুডু, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী , বিজেপির মালদা জোন কনভেনার শুভেন্দু সরকার সহ বিজেপি নেতা কর্মী যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে হাজিরা দেন। এই বিষয়ে বিধায়ক বুধরাই টুডু ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমরা গণতান্ত্রিক পদ্ধতি মেনে গত ২৮ ফেব্রুয়ারি ধর্মঘট করছিলাম। আপনারা দেখেছেন সেদিন পুলিশ আমাকে কিভাবে টানা হেঁচরা করেছে। পুলিশের বর্তমান রীতি হয়ে গেছে। পুলিশ ভুল করবে পাল্টা পুলিশই কেস দেবে। পুলিশের নিজস্বতা নেই। দলের নেতামন্ত্রীরা যা নির্দেশ দেবেন পুলিশ তাই করবে।আমাদের জেলা সভাপতি ঘটনাস্থলে ছিলেন না তাও তার বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে।এর থেকে নিন্দনীয় ব্যাপার আর হতে পারে না।”