কুড়মী সম্প্রদায় সম্পর্কে বিজেপি নেতার কুরুচিকর মন্তব্য,তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি

এনএফবি, ঝাড়গ্রামঃ

শুক্রবার একটি টিভি শো তে ঝাড়গ্রাম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পরাজিত বিজেপি প্রার্থী স্বপন মাহাতো কুড়মী সম্প্রদায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। তার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঝাড়গ্রাম জেলা জুড়ে কুড়মী সম্প্রদায়ের মানুষেরা বিক্ষোভে ফেটে পড়েন। বিজেপি নেতা স্বপন মাহাতোর ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শনিবার বিকালে ঝাড়গ্রাম পুরসভার ১৮নম্বর ওয়ার্ডের বংশীর মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঝাড়গ্রাম পুরসভার পুরপ্রধান কবিতা ঘোষ ,কাউন্সিলর গৌতম মাহাতো, অজিত মাহাতো, গৌরাঙ্গ প্রধান, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ঝাড়গ্রাম জেলার সভাপতি মহাশীষ মাহাতো সহ আরও অনেকে। ঝাড়গাম পুরসভার পৌরপ্রধান কবিতা ঘোষ বলেন, ” একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে বিজেপি নেতা স্বপন মাহাতো যে মন্তব্য করেছেন তা খুবই দুঃখজনক ঘটনা। সর্বসমক্ষে তার ওই মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে। কুড়মী সম্প্রদায়ের বিরুদ্ধে বিজেপি নেতার উস্কানিমূলক বক্তব্য মানুষ কোন মতেই মেনে নেবে না।” তিনি বিজেপির তীব্র সমালোচনা করেন । প্রকাশ্যে ক্ষমা না চাইলে তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বলে তিনি জানান। তৃণমূল কংগ্রেসের নেতা তথা স্থানীয় কাউন্সিলর গৌতম মাহাতো বলেন, “কুড়মী সম্প্রদায়ের মানুষকে নিয়ে বিজেপি নেতার মন্তব্য দুর্ভাগ্যজনক। যা নিন্দা করার ভাষা আমাদের জানা নেই। তিনি স্বপন মাহাতো কে সর্বসমক্ষে ক্ষমা চাওয়ার জন্য জানান।” উস্কানিমূলক বক্তব্য রেখে মানুষের মনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি বলে মত তাঁর। তবে বারবার চেষ্টা করা হলেও অভিযুক্ত ওই বিজেপি নেতার কোনো বক্তব্য পাওয়া যায়নি।