জুলাই 5, 2024
Latest:
রাজ্য

রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা বিজেপি বিধায়কের

এনএফবি, মুর্শিদাবাদঃ

রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। উপনির্বাচনে শোচনীয় পরাজয়ের পরই গতকাল বেসুরো ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার আরও এককদম এগিয়ে রবিবার দুপুরে দলীয় পদ থেকে ইস্তফা দেন বিজেপি বিধায়ক গৌরী ঘোষ। এদিন তার পাশে দেখা যায় বহরমপুর বিধানসভার বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রকে।

সাংবাদিক বৈঠক। নিজস্ব চিত্র

পুরনির্বাচনে মুর্শিদাবাদ জেলায় আশানুরূপ ফল না হওয়ায় জন্য বর্তমান মুর্শিদাবাদ (দঃ) বিজেপি সভাপতির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি। গৌরিশঙ্করের অভিযোগ, সর্ব সম্মতভাবে দক্ষিণ মুর্শিদাবাদ জেলার ৫১ জন মণ্ডল সভাপতির তালিকা তৈরি করা হয়েছিল। কিন্তু সেখান থেকে ১৮ জনের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে যাঁদের নাম সংযোজিত করা হয়েছে তাঁরা অনেকেই বিজেপি করেন না। তাঁর মতামতের গুরুত্ব না থাকায় দলের পদ আঁকড়ে থাকতে তিনি চান না। তাই পদত্যাগপত্র রাজ্য সভাপতির কাছে তিনি পাঠিয়েছেন বলে জানান। গৌরী ঘোষ ছাড়াও রাজ্য কর্মসমিতির সদস্য দীপঙ্কর চৌধুরী ও বানী গাঙ্গুলীও দলীয় পদ থেকে ইস্তফা দেন।

ইস্তফা পত্র।