জুলাই 8, 2024
Latest:
জেলা

মহারাষ্ট্র – ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গে সরকার ফেলবে বিজেপি, হুঁশিয়ারি শুভেন্দুর

এনএফবি,কোচবিহারঃ

সোমবার সকালে কোচবিহারে শুভেন্দু অধিকারীর সভাকে ঘিরে ছিল টান টান উত্তেজনা। কোচবিহার স্টেশন মোড়ে শুভেন্দুর কনভয়কে লক্ষ্য করে গো ব্যাক স্লোগানও দেন তৃণমূল কর্মীরা। পালটা জয় শ্রীরাম ধ্বনি দেয় বিজেপি কর্মীরা। তবে তারপরেই কোচবিহারের সভা থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি দেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি সাফ জানিয়ে দেন,” ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা নয়, ২০২৪ সালেই বিসর্জন দিয়ে দেব। প্রথমে মহারাষ্ট্র, তারপর ঝাড়খণ্ড, তারপরই বাংলায় পৌঁছে যাব।” তবে কি ২০২৪ সালে সরকার ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু?

শুভেন্দুর এই চড়া সুরে বক্তব্যকে ঘিরে এদিন কোচবিহারে বিজেপি কর্মীদের মধ্যে সাড়া পড়ে যায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে থেকেই কোচবিহারে যথেষ্ট শক্তিশালী বিজেপি। তবে গত বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে কিছুটা হলেও মনমরা গেরুয়া শিবির। সেক্ষেত্রে শুভেন্দুর কোচবিহার সফর কিছুটা হলেও চাঙ্গা করল গেরুয়া শিবিরকে। এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

YouTube player