জুলাই 5, 2024
Latest:
জেলাফিচার

দিনহাটায় বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর-বোমাবাজি, আহত ২

এনএফবি,কোচবিহারঃ

সামাজিক মাধ্যমে বিতর্কিত বিষয় পোস্ট করায় অভিযুক্ত বিজেপি কর্মী সাবানা খাতুনের বাড়ি ভাঙচুর সহ দিনহাটার একাধিক জায়গায় বোমাবাজির ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল রাতের ওই ঘটনায় সাবানা খাতুনের মা সহ দুজন বিজেপি কর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতেই আহতদের দেখতে দিনহাটা মহকুমা হাসপাতালে যান বিজেপি নেতা অজয় রায়। ওই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

দিনহাটার বিজেপি নেতা অজয় রায় অভিযোগ করে জানিয়েছেন, গতকাল রাতে পুঁটিমারিতে দলীয় কর্মী সাবানা খাতুনের বাড়ি ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে তাঁর একটি মোটর সাইকেলও। এছাড়াও নিগম নগরে বিজেপির মণ্ডল সভাপতি বিদ্যুৎ কমল সরকারের বাড়ির সামনে বোমাবাজি করা হয়েছে। ভেটাগুড়িতে কয়েকজন বিজেপি কর্মীকে বাড়ি ফেরার পথে আটকে মারধর করা হয়েছে। অজয় রায় আরও বলেন, “পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূলের কি অবস্থা তা সবাই জানে। এই অবস্থায় এখানকার বিধায়ক সন্ত্রাস করে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। এর আগেও তিনি এই এলাকায় বহুবার সন্ত্রাস করিয়েছেন। গতকাল রাতেও বিজেপি কর্মীদের উপর সেই সন্ত্রাস নামিয়ে আনা হল। আমরা তৃণমূলের এই সন্ত্রাসকে ভয় পাই না। প্রয়োজনে দলীয় নেতৃত্বের সাথে কথা বলে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো।”

অন্যদিকে তৃণমূল নেতা সাবির সাহা চৌধুরী বলেন, “আমাদের বিধায়ককে নিয়ে যে ধরণের কুরুচিকর পোস্ট করা হয়েছে। তাতে তৃণমূল চাইলে সেদিনই বাড়ি আক্রমণ করতে পারত। কিন্তু তৃণমূল কংগ্রেস এই সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই নিজেরাই নিজেদের বাড়ি ভেঙে তৃণমূলের উপরে দোষ চাপাতে চাইছে।” তিনি আরও অভিযোগ করে বলেন, “শুনেছি গতকাল ভেটাগুড়িতে সাংসদের বাড়িতে জয়দীপ ঘোষ, সাবানা খাতুন সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীদের উপস্থিতিতে একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকের পর ভেটাগুড়িতে আমাদের কর্মীদের উপরে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছিল। আসলে বিজেপি এখন শান্ত, দিনহাটাকে অশান্ত করার একটা পরিকল্পনা করছে।”

সম্প্রতি বিজেপি কর্মী সাবানা খাতুন ফেসবুকে দিনহাটার তৃণমূল বিধায়কের সাথে এক মহিলা পুর কর্মীর নাম জড়িয়ে বিতর্কিত মন্তব্য পোস্ট করেন। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা শহর। থানায় গিয়ে তৃণমূল কর্মীরা ওই পোস্টের বিরোধিতা করে বিক্ষোভ দেখায়। সাবানা খাতুনকে গ্রেপ্তার করার দাবি জানায়। পুরসভায় সমস্ত কর্মীরা কর্ম বিরতির ডাক দিয়ে সাবানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আন্দোলনে বসে। এরপরেই বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও বোমাবাজির ঘটনায় দিনহাটায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।