অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
সিএবিতে স্যার ফ্র্যাঙ্ক ওরেলকে শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হল। বৃহস্পতিবার সিএবি-র ৯৪ তম প্রতিষ্ঠা দিবসে রক্তদান করেছেন ৪৬৩ জন।
সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন, “৭২ ঘণ্টা আগেও আমরা জানতাম না যে প্রতিষ্ঠা দিবস আয়োজন করতে পারব। কিন্তু শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলাধুলার জন্য দরজা খুলে দেওয়ায় আমরা খুব খুশি। বাকি কর্মকর্তারা প্রচুর খেটেখুটে এই প্রতিষ্ঠা দিবস আয়োজন করেছেন। যুদ্ধকালীন তৎপরতায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এত কম সময়ের মধ্যেও প্রায় ৫০০ জন রক্ত দিয়েছেন। আমরা এই ভালবাসায় গর্বিত।”
এদিন সিএবিতে প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। স্ত্রী রোমিকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে হাজির হয়েছিলেন ঋদ্ধিমান।
ফ্র্যাঙ্ক ওরেলের ছবির সামনে শ্রদ্ধা জানানোর পর তিনি রক্তদান শিবিরে হাজির হন। সঙ্গে ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি সই শিকারীদের আবদার মেটাতেও দেখা যায় ঋদ্ধিমানকে।
আরও পড়ুনঃ বদলা নেওয়া হল না, মুম্বই ম্যাচ ড্র এটিকে মোহনবাগানের