এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
নানুর শহীদ দিবস পালিত হল হলদিয়ার পুরসভার পাশে রবীন্দ্র-নজরুল মুক্তমঞ্চে। হলদিয়া পুরসভার ১৫ নম্বর ও ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সহযোগিতায় শহীদ দিবস পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, সকালেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। নানুর শহীদ দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়া চারা গাছ বিতরণও করা হয় এইদিন।
প্রসঙ্গত,২০০০ সালের ২৭ জুলাই বীরভূমের নানুর থানা এলাকার সূচপুরে ১১ জন ভূমিহীন ক্ষেত মজুরের হত্যার ঘটনায় দিনটি নানুর শহীদ দিবস হিসাবে পালন করা হয়। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় পালিত হল নানুর শহীদ দিবস। এদিনের শহীদ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল, তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার, রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র, রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক তৃণমূলের নেতৃত্বরা।